প্রথম স্থান ভাগ করে নিল বল্লভ ও আদিত্য, মেয়েদের মধ্যে দীপান্বিতা

Published on:

Published on:

WBCHSE Deepanvita tops the girls' rankings, Purulia students dominate

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের এ বছর সেমিস্টার পরীক্ষার দ্বাদশ শ্রেণীর (WBCHSE) প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে আজ। যে পরীক্ষা শুরু হয়েছিল ৮ই সেপ্টেম্বর থেকে। আর এবার থেকেই এই সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা হওয়া চালু হল। পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের। এই দিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

প্রথম দশে ৩১ জন, বল্লভ ও আদিত্য যুগ্ম প্রথম ও মেয়েদের সেরা দীপান্বিতা (WBCHSE)

সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক (WBCHSE) শিক্ষা সংসদে সভাপতি জানান এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। পাশাপাশি এ বছর হাড়ের সংখ্যাও বেড়েছে। এবছর পাশের হারের সংখ্যা ৯৩.৭২%। যা গত বছর ছিল ৯০.৭৯%। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। পাশের হারে দ্বাদশ স্থানে রয়েছে কলকাতা। এখানে বিজ্ঞান বিভাগের পাশের হার সর্বোচ্চ। বিজ্ঞান বিভাগে পাশের হার এ বছর হয়েছে- ৯৮.৮০%, কর্মাসে পাসের হার- ৯৪.১৯%, কলাবিভাগে পাসের হার- ৯২.৫৪%।

WBCHSE Deepanvita tops the girls' rankings, Purulia students dominate

আরও পড়ুন: উৎসবের পর একটু বিশ্রাম? ঘুরে আসুন বাগদা, জানুন আশেপাশের ঘোরার জায়গা

তাছাড়াও এই তৃতীয় সেমিস্টারে প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ৬৯ জন। তাদের মধ্যে প্রথম তিনজনই কমার্সের পড়ুয়া। মেরিট লিস্ট অনুযায়ী কলা বিভাগের কেউ নেই। আর এই তিনজনের মধ্যে তিনজন ছাত্রী, বাকি সকলের ছাত্র। আর এবারের উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে দুজন। তারা ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধা তালিকার শীর্ষে রয়েছে।

আর যে দুজন প্রথম হয়েছে তাদের নাম প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ন জানা। এই দুইজন এরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। দ্বিতীয় হয়েছে মোট ১০ জন। তারা সকলে ৯৮.৯৫ শতাংশ করে নম্বর পেয়েছে। যদিও এর আগে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে একাধিক পরুয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এবার তৃতীয় স্থান ও নরেন্দ্রপুরের পড়ুয়া রয়েছে। ৯৮.৯২ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। প্রথম দশে ৬৯ জুনের মধ্যে ৩১ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

তাছাড়া মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল। সে দৌলতপুর হাই স্কুলের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ। যদিও পড়ুয়াদের রেজাল্ট বেরোনোর পর অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। অভিনন্দন জানিয়ে এক্সস্যান্ডেলে তিনি পোস্ট করেন, ”আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক (WBCHSE) পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারো নি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।’