আজ ফের ভারী বৃষ্টি, দুর্যোগ কাটিয়ে দক্ষিণবঙ্গে শীত কবে থেকে? আজকের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather Update

বাংলা হান্ট ডেস্ক: শীতের মুখে বৃষ্টি কাঁপাচ্ছে রাজ্য। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গে রীতিমতো দুর্যোগ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে এদিন থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather

আজ দিনভর আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে আর্দ্রতার কারণে গুমোট ভাব থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার সেভাবে ভারী বৃষ্টি হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। এরপর রবিবার এক দু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমবে। দুদিন বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দপ্তর বলছে শনিবারের পর থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহ থেকে ফের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে শীত পড়তে এখনও হাতে কিছুটা সময় রয়েছে।

আরও পড়ুন: “বেচাল দেখলেই যোগ্য জবাব দেওয়া হবে”, পাকিস্তানকে সরাসরি ‘অ্যাক্ট অব ওয়ার’- এর হুঁশিয়ারি ভারতের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে আজও বৃষ্টি অব্যাহত থাকবে কিছু জেলায়। আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার অবধি।