“এক মিনিটের জন্যও চোখের আড়াল নয়”, প্রতিটি বুথে BLOদের ছায়াসঙ্গী হবেন তৃণমূলের BLA-2, নির্দেশ অভিষেকের

Published on:

Published on:

Abhishek Banerjee orders BLA-2s to shadow BLOs during voter list revision in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে সহ দেশের ১১টি রাজ্যের শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। এবার এই BLO দের পাশে ছায়াসঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট টু BLA-2। সম্প্রতি এমনই নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সূত্রের খবর এই নির্দেশ কার্যকর করতে ৩ নভেম্বরের মধ্যেই প্রায় ৮০ হাজার BLA-2-র তালিকা তৈরি করে কমিশনের কাছে জমা দিতে হবে। বৃহস্পতিবার দলীয় সাংসদ, বিধায়ক এবং জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক (Abhishek Banerjee)। সেখানেই তিনি এই বার্তা দেন বলে দলীয় সূত্রে খবর।

‘এক মিনিটের জন্যও চোখের আড়াল নয়’, বললেন অভিষেক (Abhishek Banerjee)

অভিষেক (Abhishek Banerjee) বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন যে, রাজ্যের প্রতিটি ওয়ার্ডে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প খুলে রাখতে হবে। তিনি বলেন, “BLOদের এক মিনিটের জন্যও চোখের আড়াল হতে দেওয়া যাবে না।” অভিষেকের বক্তব্য, “৯৯ শতাংশ নয়, ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম পূরণের দায়িত্ব নিতে হবে BLAদের।”

তিনি (Abhishek Banerjee) আরও জানান, BLAদের কাজ শুধুমাত্র কয়েক ঘণ্টা উপস্থিত থাকা নয়, বরং পুরো দিন মাঠে থাকা বাধ্যতামূলক। অভিষেক বলেন, “গাছাড়া মনোভাব চলবে না। BLO যেখানে যাবেন, BLAও সেখানে থাকবে।”

প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল এত তৎপর কেন? এই প্রশ্নের জবাবে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় চুপি চুপি কারচুপি করতে চাইছে। একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তাই এই উদ্যোগ।” এদিনের বৈঠকেই দলের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়। যে কোনও সমস্যা হলে ভোটার বা কর্মীরা যোগাযোগ করতে পারবেন এই নম্বরটিতে- ৮১৪২৬৮১৪২৬।

চন্দ্রিমা-কুণালের অভিযোগে ‘গরমিল’ বিতর্ক

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপি এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৫ সালের তালিকার মধ্যে বিস্তর গরমিল রয়েছে। তাঁদের অভিযোগ, এইভাবেই SIR-এর নাম করে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। অভিষেকও (Abhishek Banerjee) বৈঠকে সতর্ক বার্তা দেন যে, কোনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। তিনি বলেন, “বিজেপি ও কমিশন যাতে একটিও নাম বাদ দিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

অভিষেক (Abhishek Banerjee) এদিন কর্মীদের উদ্দেশে বলেন, “মনে রাখবেন, আগামী ৬ মাস আমাদের কাছে ‘অ্যাসিড টেস্ট’।” তিনি নির্দেশ দেন, BLA-2 যেমন BLO-র ছায়াসঙ্গী হবে, তেমনি BRSদেরও ERO ও IROদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো যোগাযোগ রাখতে হবে। এছাড়া BLA-1দেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন জেলাস্তরের ডিইওর সঙ্গে যোগাযোগ রাখতে, যাতে নিচুতলার যে কোনও সমস্যার দ্রুত সমাধান হয়।

Abhishek Banerjee orders BLA-2s to shadow BLOs during voter list revision in Bengal

আরও পড়ুনঃ ৫ মের মধ্যে না হলে রাষ্ট্রপতি শাসন! SIR শুরুর দিনেই বিস্ফোরক বার্তা শুভেন্দুর, আর কী বললেন?

উল্লেখ্য, SIR ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। আগরপাড়া, ইলামবাজারে দু’জন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। দিনহাটায়ও এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৈঠকে অভিষেক (Abhishek Banerjee) জানান, এদিনও টিটাগড়ে কাকলি সরকার নামে এক মহিলা ভোটার আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায়ও তিনি কর্মীদের সতর্ক থাকতে বলেছেন।