বাংলা হান্ট ডেস্ক: কলকাতা মেট্রো (Kolkata Metro) দিল আরেকটি সুখবর। এবার বিমানবন্দর থেকে অনেক রাতের মেট্রো ধরতে কোন সমস্যা হবে না যাত্রীদের। অথবা বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানো হতে চলেছে আরও সহজ। কারণ কলকাতা মেট্রো হলুদ লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরে বাড়তে চলেছে মেট্রো পরিষেবা।
বিমানবন্দর যাত্রীদের জন্য সুখবর, নোয়াপাড়া রুটে বাড়ানো হল মেট্রো সংখ্যা (Kolkata Metro)
জানা যায়, ৩ নভেম্বর সোমবার থেকে এই পরিষেবা শুরু হবে। এছাড়াও শুক্রবার এ কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। অতএব সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ লাইনে যাত্রীরা আরও সকালে এসে ধরতে পারবে মেট্রো। পাশাপাশি আগের থেকে বেশি রাত পর্যন্ত পাওয়া যাবে রাতের বেলায় মেট্রো (Metro)।

আরও পড়ুন: শীতের ঠান্ডায় শরীর গরম রাখতে আখরোট এগিয়ে, নাকি আমন্ড জানুন চিকিৎসকদের মতামত
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ লাইনে মোট ১২০ কুড়িটি মেট্রো চলাচল করবে। যেখানে নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী প্রথম মেট্রো এতদিন সকাল ৭:৫৫ মিনিটে ছাড়তো। সেটি এখন থেকে ছাড়বে ৭:১৮ মিনিটে। অপরদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে সকালের প্রথম মেট্রো ছাড়ত ৮ টায়। সেটি সোমবার থেকে ছাড়বে ৭: ৪০ মিনিটে।
পাশাপাশি নোয়াপাড়া থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য শেষ মাত্র এতদিন ছাড়তো ৮ টায়। সেটি সোমবার থেকে ছাড়বে রাত্রি ৯:৫৮ মিনিটে। বিমানবন্দর থেকে নোয়াপাড়া আগামী শেষ মেট্রো ৮:৫ মিনিট এর পরিবর্তে ছাড়বে ৯:১৮ মিনিটে। আর এই পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্রবার পর্যন্ত।
প্রসঙ্গত শনিবার ও হলুদ লাইনে মেট্রো সংখ্যা বাড়াতে চলেছে। এতদিন পর্যন্ত ওই রুটে সপ্তাহ শেষে চলতো ৪৪ টি মেট্রো (Metro)। আর রবিবার ওই রুটে চলত ৪০ টি মেট্রো। তবে এবার থেকে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৭৮ টি। অর্থাৎ আপ লাইনে ৩৯টি ও ডাউন লাইনে ৩৯টি করে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি, ৩ নভেম্বরের পরের সংখ্যা বেড়ে হবে ৯২ টি। অর্থাৎ আপ ও ডাউন লাইনে ৪৬ টি আপ ৪৬ টি করে মেট্রো (Kolkata Metro) মিলবে।













