বাংলা হান্ট ডেস্কঃ এই প্রথমবার বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। শুক্রবার রাতে টেকনিশিয়ান স্টুডিয়ো যেন তারকাদের আড্ডাখানা। বিকেল থেকেই হাজির হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সন্ধ্যা নামতেই তারকারা একে একে ভরে তোলেন স্টুডিয়ো চত্বর। জিৎ, আবির, শিবপ্রসাদ, এবং দেব (Dev) সহ একাধিক রাজনৈতিক নেতারা উপস্থিতি ছিলেন এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে।
মঞ্চে মুখোমুখি দেব (Dev) ও কুণাল ঘোষ
বিজয়া সম্মিলনীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। সাম্প্রতিক অতীতে দেব (Dev) ও কুণালের ঠোকাঠুকি ঘিরে বেশ চর্চা হয়েছিল। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছিল সেই তরজা। তাই এ দিন তাঁদের এক মঞ্চে দেখা যাবে শুনেই কৌতূহল চরমে পৌঁছেছিল উপস্থিত অতিথিদের মধ্যে।
যখন ফেডারেশন সভাপতি একে একে সবাইকে সম্মান জানাচ্ছেন, তখন নাম এল কুণালের। হঠাৎই অরূপ বিশ্বাস বলেন, “আমি অনুরোধ করছি দেব যেন কুণাল ঘোষকে সম্বর্ধনা দেয়।” সঙ্গে সঙ্গে ছড়াল চাপা উত্তেজনা, কিন্তু দেবের (Dev) মুখে হাসি। মঞ্চে উঠে কুণালকে সম্মান জানিয়ে দেব বললেন, “ও কুণালদা, আর কতদিন পিছনে লাগবে, আগে আমাকে ক্লিয়ার করো।”
মজার ছলে পাল্টা জবাব দেন কুণাল
দেবের (Dev) কথা শুনে কুণালও মাইক হাতে তুলে নিলেন। হেসে জবাব দিলেন, “আমার উত্তরটা স্পষ্ট ছিল, পিছনে লাগতে গেলেও ভাল পিছন দরকার।” মঞ্চে হাসির রোল পড়ে গেল। তবে পরমুহূর্তেই নিজেকে সামলে কুণাল বললেন, “দেবের জন্য অনেক শুভেচ্ছা। আমি দেবকে খুব ভালোবাসি। এ নিয়ে কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আমাদের ভাইয়ের সম্পর্ক ছিল, আছে, থাকবে।”

এরপর দেব (Dev) মঞ্চে উঠে কুণালের ঘাড়ে হাত রেখে বললেন, “কুণালদা আমার খুব কাছের মানুষ। তিনি ছবিও করছেন, আমার শুভেচ্ছা রইল। আমাদের ইন্ডাস্ট্রিতে সবাইকে একজোট হয়ে থাকতে হবে। নেতিবাচকতার কোনও জায়গা নেই।”













