বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে ‘আন–টেন্টেড’ চাকরিহারা শিক্ষিক-শিক্ষিকারা (Teachers) ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ স্কুলে কাজ চালানোর অনুমতি পেলেও তাঁদেরও স্কুল সার্ভিস কমিশনের (SSC) নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হয়েছে। এদের মধ্যে অনেকেই পুরনো চাকরিতে ফিরতে চেয়ে আবেদন করেছিল। এবার তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু করল শিক্ষা দফতর।
এসএসসি ইস্যুতে নয়া সঙ্কটে স্কুলগুলি | SSC
শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, বহু চাকরিহারা নিজেদের পুরোনো চাকরিতে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ জনকে অনুমোদন দেওয়া হয়েছে পুরনো চাকরিতে ফেরার জন্য। প্রায় ২০০০ শিক্ষক শিক্ষিকাকে পুরোনো চাকরিতে ফেরানো হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে।
২০১৬ সালে এসএসসি দিয়ে শিক্ষক হওয়া কয়েক হাজার জন চাকরিহারা শিক্ষক ফের নিজেদের চাকরিতে ফিরে যাচ্ছেন। আর এর জেরে স্কুলগুলিতে শুরু হয়েছে শিক্ষক-সঙ্কট। বিষয়ভিত্তিক শিক্ষকেরা শিক্ষকতা ছেড়ে অন্য চাকরিতে ফিরে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে স্কুলগুলিতে।
রাজ্যে এমন বহু স্কুল রয়েছে, যেখানে বেশ কিছু বিষয়ের শিক্ষকের সংখ্যা অনেক কম। অনেক ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র এক জন। এবার হঠাৎ করে সেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে ফিরে যাওয়ায় শিক্ষকতার পদ শূন্য হয়ে গেলে সেই শূন্যস্থান কীভাবে পূরণ হবে সেই নিয়ে চিন্তায় প্রধানশিক্ষকেরা।

আরও পড়ুন: ‘ও কুণাল দা, আর কতদিন পিছনে লাগবে?’দেবের প্রশ্নে রসিক উত্তর দিলেন কুণাল, কী বললেন?
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল, ‘যোগ্য’ চাকরিহারারা যদি এই শিক্ষকতার চাকরি করার আগে অন্য কোনও সরকারি চাকরি করতে করতে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি পান তাহলে তারা পুনরায় নিজেদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন। রাজ্য সরকার যাতে তাদের পুরনো চাকরি ফিরিয়ে দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতোই প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর।













