‘মা বোনেদের বুকে…’, ১৩ বছর ধরে কেন রং খেলার সাহস হয়নি? জানালেন সন্দেশখালির BJP প্রার্থী রেখা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত প্রায় আড়াই মাস ধরে সংবাদের শিরোনামে সন্দেশখালি। ইডির ওপর হামলা থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ, সব দেখেছে রাজ্যবাসী। এবার সন্দেশখালির এক প্রতিবাদী গৃহবধূকেই আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট দিল বিজেপি। রবিবার ঘোষিত প্রার্থীতালিকায় বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে রেখা পাত্রকে (Rekha Patra BJP)।

স্থানীয় প্রতিবাদী গৃহবধূ ভোটে (Lok Sabha Election 2024) দাঁড়াচ্ছে এই খবর পেতেই সন্দেশখালি (Sandeshkhali) জুড়ে উৎসবের মেজাজ! পুকুড়পাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে নাচ-গান করছেন মহিলারা। রেখা প্রার্থী হওয়ায় উদযাপনে মেতেছেন তাঁরা। এদিকে যাকে নিয়ে এত আনন্দ সেই রেখা কী বলছেন? বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী জানান, বিগত ১৩ বছর ধরে যে রঙ খেলা দেখতে পাননি, আজ ভিডিও কলের মাধ্যমে তা দেখছেন।

কেন এক দশকেরও বেশি সময় ধরে ‘রংহীন’ ছিল সন্দেশখালি? জবাবে রেখা বলেন, ‘এখানকার পরিস্থিতিটাই এরকম ছিল। মা-বোনেদের বুকে সেই সাহসটাই ছিল না। আন্দোলনের পর এখন সেই সাহসটা বেরিয়ে এসেছে’।

আরও পড়ুনঃ মেদিনীপুর থেকে টিকিট দেয়নি BJP! এবার বোমা ফাটালেন দিলীপ, বললেন, ‘এর আগে…’

তবে সবাই যে রেখার ভোটে দাঁড়ানোর বিষয়ে খুশি হয়েছেন তা কিন্তু নয়। অনেকেই এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার এই প্রতিবাদী গৃহবধূর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিজেপি প্রার্থীও সেই বিষয়ে জানেন। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই রকম হওয়া অস্বাভাবিক নয়। আমি একজন সাধারণ, মূর্খ মহিলা’।

bjp rekha patra

রেখার কথায়, অনেকে হয়তো মেনে নিতে পারছেন না। আন্দোলনের মুখ থেকে তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে যাবেন, এটা হয়তো অনেকে ভাবতে পারেননি বলে দাবি করেন তিনি। তবে বিজেপি প্রার্থী বলেন, ‘ওনারা বুঝতে পারছেন না ওনাদের সহায়তাতেই আমি এই জায়গায় এসে পৌঁছেছি। এটা বুঝতে পারলে কেউ আমায় ফেরাতে পারবেন না। ওনারা তো আর বাইরের কেউ নন। আমার গ্রামের বাবা, কাকা, ভাই। ওনারা পরে আমায় মেনে নেবেন জানি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর