বাংলা হান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান করে ঘোষণা হয়ে গেল IPL (Indian Premier League) এর দ্বিতীয় পর্বের। এর আগে ৭ এপ্রিল পর্যন্ত সূচী জানানো হয়। সন্দেহ ছিল দ্বিতীয় পর্ব কবে থেকে শুরু হয়। এবার জানা গেল সেই তারিখ। অনেকেই সন্দেহ করেছিলেন যে, হয়তো দ্বিতীয় পর্ব বিদেশের মাটিতে আয়োজন হতে পারে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি লোকসভা ভোটের মাঝে হলেও IPL ভারতেই আয়োজিত হবে।
IPL এর সূচির মাঝেই লোকসভা ভোট থাকায় অনেকেই ধরে নেন যে, আইপিএলের পরের পর্ব বিদেশে আয়োজিত হবে। কিন্তু সকল ধারণা ভঙ্গ করে দিয়ে আগামী ৮ এপ্রিল থেকে এদেশের মাটিতেই আয়োজন হবে দ্বিতীয় পর্বের। উল্লেখ্য এবছর ফাইনাল খেলা হবে আগামী ২৬ মে, চেন্নাইয়ের মাঠে চলবে কাপ দখলের শেষ লড়াই।
আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি থেকে জানা যাচ্ছে কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম পর্ব হবে ২১ মে, এবং এলিমিনেটর রাউন্ড হবে ২২ মে। এই দুই খেলার আয়োজন হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এরপর কোয়ালিফায়ার ২ খেলা হবে ২৪ মে, খেলাটি হবে চেন্নাইয়ের মাঠেই।
আরও পড়ুন : খড়গপুর-শিলিগুড়ির দূরত্ব কমবে ১১২ কিমি, সময়ও বাঁচবে ৭ ঘন্টা! ১০২৪৭ কোটির প্রোজেক্ট NHAI-র
উল্লেখ্য, শুরুতে IPL এর প্রথম ২১টি ম্যাচ সম্বন্ধে জানায় BCCI। দ্বিতীয় পর্বের শুরুও হচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে অর্থাৎ চিপকে আয়োজিত হবে সেই খেলা। আইপিএলের প্রথম পর্বের ঘোষণার সময় অবশ্য লোকসভা নির্বাচনের সূচি প্রকাশ হয়নি। তাই দ্বিতীয় পর্ব নিয়ে ধন্ধ থাকলেও অবশেষে খেলা থাকছে দেশের মাঠেই।