খড়গপুর-শিলিগুড়ির দূরত্ব কমবে ১১২ কিমি, সময়ও বাঁচবে ৭ ঘন্টা! ১০২৪৭ কোটির প্রোজেক্ট NHAI-র

বাংলা হান্ট ডেস্ক : বাংলার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ১১৬এ নং জাতীয় সড়কটি। আগামী ২০২৮ সালের মধ্যেই এই নয়া রুটের কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (National Highway Authority Of India)। বাংলার মোট ৬টি জেলা জুড়বে এই প্রকল্পে। সেই সাথে উত্তরবঙ্গের দূরত্বও কমবে অনেকটাই।

NHAI সূত্রে খবর, কেন্দ্রীয় সড়ক পরিবড়নের উদ্যোগে তৈরি খড়গপুর-মোরেগ্রাম প্রকল্পের জন্য মোট ১০২৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যায়বহুল এই সড়ক প্রকল্পের সৌজন্যে ১১৬এ এর সাথে জাতীয় সড়ক নং ১২ জুড়তে চলেছে। সম্প্রতি এই সড়ক প্রকল্প নিয়ে একটি ভিডিও বার্তা সামনে এনেছে NHAI।

NHAI তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ইতিমধ্যেই খড়গপুর থেকে মোরেগ্রাম সড়ক প্রকল্পের সমস্ত প্ল্যান সারা। ২৩১ কিলোমিটার দীর্ঘ এই ইকোনমিক করিডোর বাংলার মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। খড়্গপুরের চৌরঙ্গি থেকে এই সড়ক শুরু হয়ে মুর্শিদাবাদের মোরগ্রাম হয়ে পৌঁছবে শিলিগুড়ি।

আরও পড়ুন : ফাইনাল ম্যাচ ২৬ মে! IPL-র দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করল BCCI, ঝটপট দেখুন তালিকা

এখানে বলে রাখা ভালো, এইমুহুর্তে খড়গপুর থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য দুটি জাতীয় সড়ক রয়েছে। যারমধ্যে সড়ক নম্বর ৬০ ধরে পাড়ি দিলে মোট ৩০৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। যেখানে জাতীয় সড়ক নং ৬ ধরে পাড়ি দিলে ৩৪৮ কিমি জার্নি করতে হয়। তবে উত্তরবঙ্গ মোরেগ্রাম প্রকল্প সম্পূর্ণ হলে প্রায় ১১২ কিমি দূরত্ব কমবে বলে দাবি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। সেই সাথে ৭ ঘন্টা সময়ও বাঁচবে।

আরও পড়ুন : KKR-র ম্যাচে অশালীন `যৌনগন্ধী` খেলার বর্ণনা! এ কী বলে ফেললেন ধারাভাষ্যকাররা? ভিডিও ভাইরাল

national highway authority of india nhai 0 1200

প্রসঙ্গত উল্লেখ্য, ১১৬এ নং জাতীয় সড়কটি এই রাজ্যের মোট ৬টি জেলাকে একসাথে জুড়বে। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম হয়ে মুর্শিদাবাদের সাথে জুড়বে এই সড়ক। NHAI জানিয়েছে, কেন্দ্রীয় পরিবেশের তরফ থেকে ছাড়পত্র ইতিমধ্যেই মিলে গেছে। এই প্রকল্পের জন্য ১০৯টি ব্রিজ, ১০৩টি আন্ডারপাস, ১৮টি ফ্লাইওভার, ৪টি রেল ওভার ব্রিজ এবং ৩টি ইন্টারচেঞ্জ নেটওয়ার্কের ভাবনাচিন্তা করা হয়েছে বলে খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর