বাংলাহান্ট ডেস্ক : ক্যানসার, শব্দটা শুনলেই যেন মনে আতঙ্ক তৈরি হয়। সেই মারণ রোগের সঙ্গে যুদ্ধ করেই উচ্চ মাধ্যমিকে (Higher Secondary Exam) কৃতীদের তালিকায় নাম লিখিয়েছেন অদ্রিজা গণ। এই মারণরোগের নাম শুনেই যেখানে মানুষ ভেঙে পড়ে, সেখানে ৮২ টি কেমোথেরাপি নিয়ে শুধু যে জীবনের এত বড় একটি পরীক্ষায় (Higher Secondary Exam) বসেছেন অদ্রিজা তাই নয়, নবম স্থান দখল করে নিয়েছেন তিনি।
চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) কৃতী অদ্রিজার
সদ্য প্রকাশ্যে এসেছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) তৃতীয় সেমিস্টারের ফলাফল। সেখানেই নবম স্থানে জায়গা করে নিয়েছেন নিমতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা। ষষ্ঠ শ্রেণি পাশ করার আগেই ধরা পড়েছিল টি সেল লিম্ফোমা ক্যানসার। চার বছর এই রোগের সঙ্গে অদম্য জেদে লড়ে গিয়েছেন অদ্রিজা। মোট ৮২ টি কেমোথেরাপি নিতে হয়েছে। সঙ্গে অবশ্য পাশে থেকেছে পরিবার, স্কুল।

কীভাবে মেয়েকে শক্তি জোগাতেন: এই সাফল্যের দিনে মেয়ের গর্বে আবেগঘন অদ্রিজার মাও। স্কুলকে সাধুবাদ দিয়ে তিনি বলেন, এটা অদ্রিজার নিষ্ঠার জয়। তবে স্কুল (Higher Secondary Exam) তাঁকে খুবই উৎসাহ দিয়েছে। এই লড়াইয়ে মেয়েকে কীভাবে শক্তি জোগাতেন? অদ্রিজার মা জানান, মেয়ের সামনে কখনও ভেঙে পড়েননি তিনি, চোখের জল ফেলতেন না। সবসময় মেয়েকে এটাই বোঝাতেন যে জ্বরজারির মতো এটাও একটা অসুখ। আর কোনও অসুখের কাছে কখনও হার স্বীকার করতে নেই। নানাভাবে মেয়ের মন ভুলিয়ে রাখতেন। তবে শরীরের কষ্ট অদ্রিজাকে নিজেকেই ফেস করতে হয়েছে।
আরও পড়ুন : কথা রাখলেন দেব, ‘রঘু ডাকাত’ এর ট্রেলার লঞ্চের অর্থ গেল টেকনিশিয়ানদের জন্য, কত টাকা উঠেছিল জানেন?
মেয়ের গর্বে গর্বিত মা: মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা বলেন, ‘ও যেমন পরিশ্রম করেছে তার সামান্যতম ফল যাতে পায়, সেটাই চেয়েছিলাম। তাই ভালো লাগছে। ও যে বিষয়টা (Higher Secondary Exam) নিয়ে পড়তে চাইবে আমরা কোথাও বাধা দেব না। অদ্রিজার খাওয়াদাওয়ায় অনেক বিধিনিষেধ রয়েছে। উপরন্তু মিষ্টিরও বিশেষ ভক্ত নন তিনি। তাই মেয়ের সাফল্যে তাঁকে ফলমুখ করালেন মা।
আরও পড়ুন : সাতদিন ধরে বাতিল ট্রেন, বদলাচ্ছে টাইম টেবিল, হাওড়া ডিভিশনে বড় ঝামেলার সম্মুখীন যাত্রীরা
উচ্চমাধ্যমিকে অদ্রিজার বিষয়গুলি হল ভূগোল, সাইকোলজি, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স। ভবিষ্যতে সাইকোলজি নিয়েই পড়তে চান তিনি। পড়াশোনা ছাড়াও গান শুনতে, গল্পের বই পড়তে ভালোবাসেন অদ্রিজা। ওয়েব সিরিজ দেখতেও ভালোবাসেন বলে জানান তিনি।













