এ বছর শীত ভুলে যান! দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু, আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(71)

বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের প্রভাবে ভিজছে রাজ্য। আজ থেকে পরিস্থিতি বদলাতে শুরু করলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রবিতেও। আপাতত মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। রবিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলা ভিজবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দু’এক জায়গায়। উপকূলের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ থেকে রৌদ্রজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা।

রবিবার সোমবার ও মঙ্গলবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের ভিজবে একাধিক জেলা। এদিকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির মধ্যেই শীত নিয়ে খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর।

south bengal weather(120)

হাওয়া অফিস বলছে, নভেম্বরেও খুব একটা শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে। শীত আসতে আসতে ডিসেম্বর। ভালোভাবে শীতের অনুভূতি পেতে পেতে ডিসেম্বর হয়ে যাবে। রিপোর্ট বলছে, গত ১৫ বছরে এত উষ্ণ অক্টোবর কলকাতাবাসী দেখেনি।

আরও পড়ুন: এবার ভারতের প্রত্যেক রান্নাঘরে পৌঁছবে রাশিয়ার তেল? ব্যাপারটা কী? জানলে হবেন “থ”

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

গত কয়েকদিন উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা। আজ রবিবার ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এরপর বৃষ্টি কমবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আপাতত আর বৃষ্টির পূর্বাভাস নেই।