নন্দীগ্রাম থেকে ভবানীপুর, মমতা-অভিষেককে জোড়া চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী

Published on:

Published on:

Suvendu Adhikari Targets Both Mamata and Abhishek Banerjee from Nandigram Rally

বাংলা হান্ট ডেস্কঃ ভবানীপুরের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি নন্দীগ্রাম থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে রাজনৈতিক বার্তা ছুঁড়েছেন। কেরলে কর্মরত অবস্থায় মৃত পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে গিয়ে ফের রাজ্যের শাসকদলের অর্থনীতি ও কর্মসংস্থান নীতিকে সরাসরি আক্রমণ করেন তিনি।

পরিযায়ী শ্রমিক ইস্যুতে তীব্র আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, রাজ্যে কর্মসংস্থানের অভাবে গত ১৪ বছরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে ১২ গুণ। তিনি বলেন, “২০১১ সালে যখন এই সরকার ক্ষমতায় আসে, তখন রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল ৫ লক্ষ। এখন তা পৌঁছেছে ৬০ লক্ষে।” তিনি জানান, শুধুমাত্র নন্দীগ্রামের ১৭টি অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার যুবক-যুবতী কাজের খোঁজে রাজ্যের বাইরে যাচ্ছেন। ওডিশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলে যাচ্ছে বেশি। “যুবকদের কেন বাইরে যেতে হবে?” এই প্রশ্ন তোলেন শুভেন্দু।

তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “একজন অভিযোগ করেছিলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নেই। পরে জানলাম আইপ্যাক তাঁকে দিয়ে বলিয়েছে। ওই ব্যক্তিই আসলে ভুবনেশ্বরে মিস্ত্রির কাজ করেন। কেন বাইরে গিয়েছেন জিজ্ঞাসা করতেই বলেন, “এখানে মজুরি ৩০০ টাকা, ওডিশায় ৭০০ টাকা!” শুভেন্দুর অভিযোগ, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার ফলেই এমন পরিস্থিতি, যেখানে “সরকারের জন্যই বাইরে যেতে হচ্ছে মানুষকে”।

অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

এদিন নন্দীগ্রাম থেকেই মমতা ও অভিষেককে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি মন্তব্য করে বলেন, “নন্দীগ্রামে ১ কোটি টাকা দিলেও কোনও হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপোকে ভোট দেবেন না। আইপ্যাক তো খুব বেড়াচ্ছে। এখানে প্রার্থী করে পাঠাক চোর ভাইপো অভিষেককে। ওঁকে হারাব, বড়টাকে ওখানে হারাব।”

মঙ্গলবার এসআইআরের বিরোধিতায় রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন এক মেগা মিছিলে। তারই প্রতিক্রিয়ায় শুভেন্দু (Suvendu Adhikari) ঘোষণা করেন, “মমতা হাঁটবেন বাংলাদেশি মুসলিমদের জন্য, শরীর ভালো থাকবে। আমিও হাঁটব, তবে পানিহাটিতে।”

Suvendu Adhikari Targets Both Mamata and Abhishek Banerjee from Nandigram Rally

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারের পর এবার ‘ঋণ সহায়তা’, মহিলা ভোটব্যাঙ্কে ফের বাজি মমতার

উল্লেখ্য, সম্প্রতি পানিহাটিতে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। তৃণমূল নেতারা পাল্টা দাবি করেন, প্রদীপ কর এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছেন। সেই জায়গাতেই এবার শুভেন্দুর (Suvendu Adhikari) পাল্টা মিছিল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনীতি মহল।