রঙের দিনে রঙবাজি! দোলের কলকাতায় গ্রেফতার ৩০৫, বাজেয়াপ্ত মদের পরিমাণটা চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ দোল (Dol) মানেই রঙ, রঙিন উৎসব। আবার দোল মানে এখন রঙিন তরলও! তাই প্ৰতি বছরই দোলে দুলে দুলে চলা মানুষদের ব্যবস্থা করতে ময়দানে নামে পুলিশ (Kolkata Police)। এবারেও ছিল কড়া ডোজ। ২০২৪ দোলে উৎসবে এবার কলকাতায় ধরপাকড়ের সংখ্যাটা ৩০৫। পুলিশ সূত্রে খবর, দোলের দিন শহরে মত্ততা ও অভব্যতা করার জন্য গ্রেফতার (Arrest) তিনশো পার।

রঙিন দিনে যাতে সাধারণ মানুষের কোনও রকম সমস্যা না হয়, সব ক্ষেত্রে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, যাতে কোথাও কোনও গন্ডগোল না হয় এসব দিকে নজর রাখতে নানা ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। নজরদারি থেকে নাকা চেকিং, শহরের একাধিক জায়গায় কড়া হাতে পরিস্থিতির সামাল রাখে পুলিশ প্রশাসন।

ওদিকে সূত্রের খবর, দোলের দিন সব মিলিয়ে প্রায় ৪৬.৭ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে সোমবার ও আজ মঙ্গলবার দু’দিনই শহরজুড়ে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়। চলে নাকা চেকিং।

দোলের দিনে হেলমেট ছাড়াই বাইকে চাপা থেকে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনাও প্রতিবারই ঘটে। এসব দিকে নজরদারি রাখতে শহরজুড়ে মোতায়েন ছিল বাড়তি পুলিশ। পুলিশি তৎপরতায় রাস্তা থেকে বহুজনকে আটক করা হয়। দোলের দিন বাড়ি না ফিরে মামার বাড়ি গিয়েছেন অনেকেই।

holi

আরও পড়ুন: ‘অভিজিৎকে হারালে মমতার মতো ইতিহাস গড়বেন দেবাংশু…’, প্রার্থী বললেন ‘খেলা হবে’

এদিন শহর জুড়ে অন্তত ৩৫০টি পয়েন্টে পুলিশ পিকেট বসানো ছিল। নারীদের উপর কোনও অভব্য আচরণ ঠেকাতে সব রকম ব্যবস্থা নিয়েছিল পুলিশ। দোলের জন্য শহরজুড়ে প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করার হয়েছিল। পাশাপাশি পুলিশের বাইক পেট্রোলিং টিম ও মহিলা পুলিশের উইনার্স টিমও পর্যাপ্ত সংখ্যায় ছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর