বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে টিকিট দেয়নি বিজেপি! এবার দোলের দিন আচমকাই দলের একাধিক হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। জানা যাচ্ছে, সংখ্যাটা প্রায় ৬০-এর কাছাকাছি। এরপর থেকেই মাথাচাড়া দিতে শুরু করে অভিনেতার দল ছাড়ার জল্পনা। তাহলে কি টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি? দেখা দেয় এই প্রশ্নও।
আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) যাদবপুর, কৃষ্ণনগর, বারাসাতের মতো কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল রুদ্রনীলের নাম। তবে একটি কেন্দ্র থেকেও তাঁকে দাঁড় করায়নি বিজেপি (BJP)। শোনা যাচ্ছে, এরপরেই অভিনেতার মনে ঘনাতে শুরু করে অভিমানের কালো মেঘ! এরপর সোমবার দুপুরে আচমকাই দলের একাধিক হোয়্যাটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) থেকে বেরিয়ে আসেন তিনি। ব্যস, এরপরেই আরও জোরালো হতে শুরু করে তাঁর দল ছাড়ার জল্পনা।
এই বিষয়ে বিশদে জানতে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রুদ্রনীলের সঙ্গে। জবাবে অভিনেতা বলেন, ‘দলের ১০-১১টি জরুরি হোয়্যাটসঅ্যাপ গ্রুপে আমি রয়েছি। আগে প্রচুর গ্রুপের অংশ ছিলাম। যে যেমন পারছিলেন আমায় অ্যাড করে দিচ্ছিলেন। এত এত ভিডিও দেখে আর পারছিলাম না। আমার ফোনটাও ভরে যাচ্ছিল। দোলের দিন একটু ফাঁকা সময় পাওয়ায় ওই গ্রুপগুলো থেকে সরে গেলাম। প্রায় ৭৭টা গ্রুপের অংশ ছিলাম আমি’।
আরও পড়ুনঃ কেন মহুয়ার বিরুদ্ধে নবাগত ‘রানিমা’ অমৃতাকে টিকিট দিল BJP? এবার ‘ফাঁস’ হল আসল কারণ…!
লোকসভা ভোটের টিকিট না পাওয়া নিয়ে কি তাহলে কোনও আক্ষেপ নেই এই অভিনেতার? জবাবে বলেন, ‘দলের জন্য, দলের নির্দেশ অনুসারে আমি রোজ কাজ করেছি। কঠিন আসন ভবানীপুর থেকে লড়েছি। একটা আশা তো ছিলই, যাঁরা লোকসভা নির্বাচনে টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে আমার নামও থাকবে। কেন এমন আশা থাকবে না বলুন তো? তবে দলের যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছে। আমায় হয়তো অন্য কোনও দায়িত্ব দেওয়া হবে?’
রুদ্রনীল এরপর স্পষ্ট করে দেন, লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তাঁর আক্ষেপ কিংবা দুঃখ হয়নি। তবে ভোটে দাঁড়ানোর একটা আশা যে ছিল, একথা স্বীকার করে নিয়েছেন তিনি। এদিকে গতকাল দলের হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর থেকে তীব্র হয়েছে অভিনেতার বিজেপি ছাড়ার জল্পনা। ভোটের আবহেই কি দল ছাড়তে চলেছেন তিনি? সেই সম্ভাবনা উড়িয়ে রুদ্রনীল বলেন, ‘দলের জন্য আমি প্রচুর কাজ করেছি। আমার অনেক দায়িত্ব রয়েছে। তাই বলে এক্ষুনি দল ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই। কখনও নতুন কিছু ভেবে দেখব কিনা সেটা পরে জানাব। আমি বিজেপিতেই আছি’।