বাংলা হান্ট ডেস্ক: ফের নয়া ইতিহাস গড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO! রবিবার শ্রীহরিকোটা থেকে ISRO ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট, GSAT-7R উৎক্ষেপণ করেছে। এই উপগ্রহটি নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে নজরদারি এবং নেটওয়ার্ক ক্ষমতা আরও জোরদার করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে বিবেচিত হচ্ছে। যার ওজন প্রায় ৪,৪১০ কিলোগ্রাম। এটি সম্পূর্ণরূপে দেশীয়ভাবে নির্মিত একটি স্যাটেলাইট।
ফের নজির গড়ল ISRO:
উল্লেখ্য যে, ২ নভেম্বর অর্থাৎ রবিবার বিকেল ৫ টা বেজে ২৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এটি আত্মনির্ভর ভারতের এক নতুন যাত্রার চিহ্ন। যেটিকে ISRO-র “বাহুবলী” স্যাটেলাইট হিসেবে বিবেচিত করা হচ্ছে। এই স্যাটেলাইটটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ, বিমান, সাবমেরিন এবং সামুদ্রিক অপারেশন সেন্টারগুলির মধ্যে দ্রুত এবং নিরাপদ যোগাযোগ সক্ষম করবে।
#WATCH | Sriharikota | The launch of ISRO’s LVM3-M5 carrying the CMS-03 communication satellite from SDSC/ISRO Sriharikota.
Indian Navy’s GSAT 7R (CMS-03) communication satellite today would be the most advanced communication satellite thus far for the Indian Navy. The satellite… pic.twitter.com/nzWZWS94RK
— ANI (@ANI) November 2, 2025
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: এই সাইটেলাইটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সবচেয়ে ভারী উপগ্রহ, যার ওজন ৪,৪১০ কিলোগ্রাম। এটি ভারত মহাসাগরের একটি বিশাল এলাকা জুড়ে শক্তিশালী সংকেত সরবরাহ করবে এবং আরও তথ্য প্রেরণ করবে। এছাড়াও, এই স্যাটেলাইট অভ্যন্তরীণ কমিউনিকেশন সরঞ্জাম দিয়ে সজ্জিত। পাশাপাশি, স্যাটেলাইটটি সামুদ্রিক নিরাপত্তা, নজরদারি এবং নৌবাহিনীর নেটওয়ার্ক সক্ষমতা আরও জোরদার করবে।
আরও পড়ুন: ভারতের এই সেক্টরে বাজিমাত আদানির! বিদেশেও দেখাচ্ছেন দাপট, নয়া নজির গড়ল সংস্থা
প্রধানমন্ত্রী মোদী ISRO-কে অভিনন্দন জানিয়েছেন: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03-র সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, “আমাদের মহাকাশ ক্ষেত্র আমাদের গর্বিত করে চলেছে। ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ, CMS-03-র সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে অভিনন্দন। আমাদের মহাকাশ বিজ্ঞানীদের ধন্যবাদ, আমাদের মহাকাশ ক্ষেত্রের উৎকর্ষতা এবং উদ্ভাবনের সমার্থক হয়ে উঠেছে। আমি এটার জন্য কৃতজ্ঞ থাকব। তাঁদের সাফল্য জাতীয় অগ্রগতিকে চালিত করেছে এবং অগণিত মানুষকে শক্তিশালী করেছে।”
Our space sector continues to make us proud!
Congratulations ISRO on the successful launch of India’s heaviest communication satellite, CMS-03.
Powered by our space scientists, it is commendable how our space sector has become synonymous with excellence and innovation. Their…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে প্রফিট! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এই ৩ টি ফার্মা কোম্পানি
মিশনের উদ্দেশ্য: ISRO জানিয়েছে যে, এই মিশনের উদ্দেশ্য হল সামুদ্রিক ক্ষেত্রে পরিষেবা প্রদান করা। LVM-3 রকেট পূর্বে চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণ করেছিল। যার মাধ্যমে ভারত ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণকারী প্রথম দেশ হয়ে ওঠে। LVM3 মহাকাশযানটি তার শক্তিশালী ক্রায়োজেনিক পর্যায় সহ ৪,০০০ কেজি ওজনের পেলোড GTO এবং পৃথিবীর নিম্ন কক্ষপথে ৮,০০০ কেজি ওজন বহন করতে সক্ষম।












