Jio-র গ্রাহকদের খুলল কপাল! এল ৬০১ টাকার স্পেশাল প্ল্যান, ১ বছর ধরে মিলবে আনলিমিটেড 5G

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রিলায়েন্স জিওর (Reliance Jio) ৫০ কোটি গ্রাহক ছাড়িয়ে গেছে। এমতাবস্থায়, কোম্পানিটি তার গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে প্রিপেইড, পোস্টপেইড এবং ব্রডব্যান্ড প্ল্যান উপলব্ধ করছে। তবে, এবার রিলায়েন্স 5G SA (স্ট্যান্ডঅ্যালোন) নেটওয়ার্কে অ্যাকসেস সহ মাত্র ৬০১ টাকায় আনলিমিটেড 5G ডেটা উপলব্ধ অফার করছে। এই ভাউচারটি ১.৫ GB দৈনিক ডেটা প্ল্যানের গ্রাহকদের জন্য একটি অফার হিসেবে ঘোষণা করা হয়েছে।

রিলায়েন্স জিওর (Reliance Jio) বিশেষ প্ল্যান:

এদিকে, কোম্পানিটি (Reliance Jio) ৬০১ টাকার প্ল্যানের সঙ্গে বেশ কয়েকটি 5G আপগ্রেড ভাউচারও উপলব্ধ করবে। গ্রাহকরা ৫১ টাকা মূল্যের ১২ টি আপগ্রেড ভাউচার পাবেন। ওই ভাউচারগুলি গ্রাহকরা ব্যবহার করে সারা বছর ধরে তাঁদের মোবাইল 5G নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখতে পারবেন। এমনকি, এটি তাঁরা তাঁদের প্রিয়জনকেও উপহার দিতে পারেন। বর্তমান প্রতিবেদনে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Reliance Jio has come up with a special plan.

শুধুমাত্র এই ব্যবহারকারীদের জন্য স্পেশাল ভাউচার: টেলিটক জানিয়েছে যে, ৬০১ টাকার প্ল্যানটি শুধুমাত্র জিওর (Reliance Jio) ১.৫ GB দৈনিক ডেটা প্ল্যান ব্যবহারকারী গ্রাহকদের জন্য উপলব্ধ। অর্থাৎ, যাঁরা ইতিমধ্যেই ১ GB দৈনিক ডেটা প্ল্যানের ব্যবহারকারী, তাঁরা এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন না। এছাড়াও, ব্যবহারকারীরা জিও থেকে ৫১ টাকার একটি পৃথক প্ল্যানও কিনতে পারবেন।

আরও পড়ুন: নয়া ইতিহাস! বাহুবলী রকেটে পাড়ি দিল সবথেকে ভারী স্যাটেলাইট, ISRO-র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

আপনার প্রিয়জনদেরও এই প্ল্যানটি উপহার দিতে পারেন: জিও (Reliance Jio) জানিয়েছে যে ব্যবহারকারীরা নিজের জন্য অথবা তাঁদের বন্ধু/প্রিয়জনদের জন্য এই গিফট ভাউচারগুলি কিনতে পারবেন। এই ভাউচারগুলি MyJio অ্যাপের মাধ্যমে অন্য ব্যবহারকারীদের কাছে স্থানান্তর করা যেতে পারে। এই অ্যাপ iOS এবং Android উভয় ব্যবহারকারীর জন্যই উপলব্ধ। উল্লেখ্য যে, ৫১ টাকার ভাউচার কিন্তু, অন্য ব্যবহারকারীদের কাছে স্থানান্তর করা যাবে না। তবে, সম্পূর্ণ ৬০১ টাকার প্ল্যানটি স্থানান্তর করা যাবে। এই ভাউচারগুলি রিডিম করতে হলে ব্যবহারকারীদের MyJio অ্যাপের My Voucher বিভাগে গিয়ে এগুলি রিডিম করতে হবে।

আরও পড়ুন: ভারতের এই সেক্টরে বাজিমাত আদানির! বিদেশেও দেখাচ্ছেন দাপট, নয়া নজির গড়ল সংস্থা

5G আপগ্রেড ভাউচারগুলি নিশ্চিত করে যে, গ্রাহকরা যদি ১.৫ GB দৈনিক ডেটা প্ল্যানের মাধ্যমে রিচার্জ করে থাকেন, তবুও তাঁদের 5G নেটওয়ার্ক অ্যাক্সেস করার একটি উপায় থাকবে। এটি জিওকে (Reliance Jio) তার 5G নেটওয়ার্ক মনিটাইজ করতে এবং ARPU (ব্যবহারকারী পিছু গড় আয়) উন্নত করতে সহায়তা করে ও গ্রাহকদের হাই-স্পিড 5G নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করে। টেলিকম কোম্পানি দ্বারা ১০১ টাকা এবং ১৫১ টাকা মূল্যের আরও 5G আপগ্রেড ভাউচারও উপলব্ধ করা হচ্ছে।