‘আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী…’, জন্মদিনের সন্ধ্যায় মন খারাপ শাহরুখের, কী হল হঠাৎ?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ষাটে পা দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। বয়স নিয়ম মতো বেড়ে চললেও কাজে এতটুকু ঢিলেমি নেই তাঁর। উপরন্তু এই বয়সে এসে নতুন করে জনপ্রিয়তা বাড়ছে কিং খানের। সম্প্রতি পেয়েছেন জাতীয় পুরস্কার। জন্মদিনের আগে তা নিঃসন্দেহে বড় প্রাপ্তি শাহরুখের (Shahrukh Khan)। কিন্তু রবিবার হঠাৎ করেই অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি।

শাহরুখের (Shahrukh Khan) জন্মদিনে দেখা গেল না চেনা ছবি

প্রতি বছর ২ রা নভেম্বর মন্নতের সামনে নামে ভক্তদের ঢল। তিল ধারণের জায়গা থাকে না। মন্নতের ব্যালকনিতে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ (Shahrukh Khan)। এ বছরও ভিড়ের চেনা ছবি ধরা পড়লেও মন্নতে দেখা মেলেনি অভিনেতার। আর সেই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন তিনি।

Shahrukh Khan apologized on his birthday

ক্ষমা চাইলেন কিং খান: মন্নতে চলছে কাজ। বেশ কয়েক মাস ধরেই ঘরছাড়া শাহরুখ (Shahrukh Khan)। আলিবাগে এক বাংলো ভাড়া নিয়ে রয়েছেন তিনি। সেখান থেকেই এদিন ভক্তদের দেখা দিতে মন্নতের সামনে আসার কথা ছিল তাঁর। কিন্তু সময় মতো নিজের কথা রাখতে পারেননি বাদশা (Shahrukh Khan)। তাই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি।

আরও পড়ুন : ‘শাড়িতে ভালো লাগে…’, অগুন্তি মহিলাদের একই মেসেজ! ‘হেনস্থা’র অভিযোগে মুখ খুললেন ঋজু

কী লেখেন অভিনেতা: ক্ষমা চেয়ে তিনি লেখেন, কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয়েছে এদিন তিনি বাইরে বেরোতে পারবেন না। দেখা করতে পারবেন না অনুরাগীদের সঙ্গে। ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সবার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে বাংলার লড়াই প্রশংসনীয়, বিশ্বমানের স্বীকৃতি পেল রাজ্য সরকার

শাহরুখ (Shahrukh Khan) আরও লেখেন, তিনিও এই মুহূর্তটা খুবই মিস করবেন। এদিন আসতে না পারায় তিনি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। এই পোস্ট সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের। তবে শাহরুখের অনুরোধ মেনেই এদিন ধীরে ধীরে ভিড় পাতলা হতে শুরু করে মন্নতের সামনে।