নতুন আপডেটে WhatsApp ব্যবহার আরও সহজ, এবার থেকে ঘড়িতেই খুলবে পুরো চ্যাট লিস্ট

Published on:

Published on:

Whats App no more hassle with your phone view messages from your watch

বাংলা হান্ট ডেস্ক: ট্রেন বা বাস হোক হোয়াটসঅ্যাপ (Whats App) ছাড়া এক মুহূর্ত চলো বর্তমান দিনে অসম্ভব। কারণ এতে প্রতিমুহূর্তে আসে গুরুত্বপূর্ণ মেসেজ। তবে প্রবল ভিড়ের মধ্যে হাতে ফোন নিয়ে চ্যাটিং করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার এই সমস্যার সমাধানের পথ অনেকেই খোঁজেন। তো জেনে নিন কিভাবে এই সমস্যা সমাধান করা যাবে।

ফোনের ঝামেলা নয়! হাতের ঘড়ি থেকেই দেখুন মেসেজ, রিপ্লাই দিন এক টাচে (Whats App)

অ্যাপেল ওয়াচের জন্য একটি বিশেষ  হোয়াটসঅ্যাপ (Whats App) আনার চেষ্টা চালাচ্ছেন জুকারবার্গ এর সংস্থা। এর জন্য ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এই গবেষণায় সফল হলে শীঘ্রই  অ্যাপল ওয়াচে (Apple) ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। এছাড়াও চ্যাটিং, মেসেজ রিয়েক্ট করা ও ইমোজি পাঠানো পাশাপাশি অডিও মেসেজ পাঠানো যাবে এই অ্যাপের মাধ্যমে।

Whats App no more hassle with your phone view messages from your watch

আরও পড়ুন: সঠিক খাবার বেছে নিলেই কিডনির পাথর হবে জল, জানুন বিশেষজ্ঞের মতামত

তবে হ্যাঁ এর জন্য আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটি সঙ্গে কানেক্ট থাকতে হবে ঘড়িটিকে। তবে কত দিনে এই ফিচারটির সুবিধা মিলবে সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি সংস্থা।

প্রসঙ্গত আট থেকে আশি এখন সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কারণ শুধু আড্ডার মধ্যেই এটি সীমাবদ্ধ নেই এখানে পড়াশোনা থেকে শুরু করে অফিসের সমস্ত কাজ করা হয়।

পাশাপাশি দেশজুড়ে অনেক গুনে বেড়েছে আইওএস (IOS) ব্যবহারকারী সংস্থা। তাই নয়া ফিচারের ফলে সকল অ্যাপেল ইউজারদের মুখে যে হাসি ফুটবে তা বলে মনে করছেন তারা (Whats App)।