বড় ঘোষণা করল কোম্পানি! ৪৮ পয়সার এই স্টক কিনতে শেয়ার বাজারে হুড়োহুড়ি

Published on:

Published on:

There is a rush in the share market to buy this stock at 48 paise.
Follow

বাংলা হান্ট ডেস্ক: স্মল-ক্যাপ কোম্পানি ধরান ইনফ্রা-ইপিসি লিমিটেডের শেয়ারের (Share Market) দাম সোমবার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশের এর ঊর্ধ্বমুখী সার্কিটে পৌঁছেছে এবং প্রতি শেয়ারের দাম ০.৪৮-এ পৌঁছে যায়। কোম্পানিটির একটি ঘোষণা করার পর এই উত্থান ঘটে। যেখানে জানানো হয়, সংস্থাটি তার সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি স্কাইম্যাক্স ইনফ্রাপাওয়ার লিমিটেডের সঙ্গে ২১৫ কোটি টাকার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানির শেয়ারের (Share Market) দাম ০.৪৮ টাকায় লেনদেন হচ্ছে। যা ইন্ট্রাডে-তে ৪.৩৫ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

বিনিয়োগকারীদের নজর বেড়েছে এই স্মল ক্যাপ স্টক (Share Market):

৭৫ মেগাওয়াটের সোলার প্রজেক্টের চুক্তি: কোম্পানি জানিয়েছে যে, তার সাবসিডিয়ারি সংস্থা, ধরান ইনফ্রা সোলার প্রাইভেট লিমিটেড, উত্তরপ্রদেশে অবস্থিত স্কাইম্যাক্স ইনফ্রাপাওয়ার লিমিটেডের সঙ্গে এই সাপ্লাই এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। চুক্তিটি মূলত নকশা, ইঞ্জিনিয়ারিং, ক্রয়, সরবরাহ, ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিতে ৭৫ মেগাওয়াট (AC) / ৯৫.১০ মেগাওয়াট (DC) ক্ষমতাসম্পন্ন একটি গ্রাউন্ড-মাউন্টেড সোলার পাওয়ার প্রজেক্ট নির্মাণ করা হবে। মহারাষ্ট্রের নান্দেদ জেলার ৯ টি স্থানে এই প্রকল্পটি তৈরি করা হবে। কোম্পানির মতে, প্রকল্পটি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে।

There is a rush in the share market to buy this stock at 48 paise.

ডিজাইন থেকে কমিশনিং পর্যন্ত দায়িত্ব: এই চুক্তির অধীনে, ধরান ইনফ্রা সোলার প্রাইভেট লিমিটেড প্ল্যান্টের সরঞ্জাম, কাঠামো এবং সংশ্লিষ্ট কাজের নকশা, সরবরাহ এবং ইনস্টলেশন করবে। এর ফলে প্রকল্পের সকল গুরুত্বপূর্ণ কারিগরি ও ইঞ্জিনিয়ারিং দিকগুলির জন্য কোম্পানির ওপর দায়িত্ব বর্তাবে।

স্কাইম্যাক্স ইনফ্রাপাওয়ারের কাছ থেকে দ্বিতীয় বড় চুক্তি: জানিয়ে রাখি যে, এটি স্কাইম্যাক্স ইনফ্রাপাওয়ার লিমিটেডের কাছ থেকে কোম্পানির দ্বিতীয় বড় চুক্তি। এর আগে, ধরান ইনফ্রা-ইপিসি ৩১ অগাস্ট ২০২৫ তারিখে ১,১৭১.২১ কোটি টাকার একটি বড় ইপিসি চুক্তি পেয়েছিল। যা অন্ধ্রপ্রদেশের ওরভাকাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিকাঠামো এবং রিনিউয়াবল এনার্জি লিঙ্কড ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত ছিল। কোম্পানিটি জানিয়েছে যে এই নতুন প্রকল্পের অধীনে প্রায় ৮০ শতাংশ কাজ আন্তর্জাতিক সরঞ্জাম ক্রয়ের সঙ্গে সম্পর্কিত। এই চুক্তিটি গ্রিন এনার্জির সেক্টরে কোম্পানির উপস্থিতি বৃদ্ধি করবে এবং এর অর্ডার বুককে শক্তিশালী করবে।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! ভারতের সবথেকে হাই-স্পিড স্লিপার ট্রেন চলবে কবে থেকে? মিলল আপডেট

আর্থিক সংস্কার এবং ব্যাঙ্কের সঙ্গে সমঝোতা: কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা আর্থিক পুনর্গঠনের প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৫ সালের জুন মাসে, কোম্পানিটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে ওয়ান টাইম সেটেলমেন্ট (OTS) চুক্তিতে প্রবেশ করে। এই চুক্তির অধীনে, কোম্পানিটি মোট নিষ্পত্তির পরিমাণের ১০ শতাংশ, অর্থাৎ ৪৩ লক্ষ টাকা অগ্রিম পরিশোধ করেছে। বাকি পরিমাণ ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ৩ টি কিস্তিতে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে।

শেয়ারের পারফরম্যান্স: গত ১ মাসে কোম্পানির শেয়ারের (Share Market) দাম ১৯ শতাংশ কমেছে। এরপর থেকে ৬ মাসে এই শেয়ারের দাম ৭ শতাংশ বেড়েছে। গত ২ বছরে এই শেয়ারের দাম কমেছে ৬০ শতাংশ। এদিকে, গত ৫ বছরে শেয়ারের দাম ৯০ শতাংশ কমে গেছে। যদিও, সোমবার বিনিয়োগকারীদের ক্রয় শেয়ারটিকে (Share Market) নতুন করে প্রাণ দিয়েছে।

আরও পড়ুন: ‘মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই’, সৌরভের ‘বিতর্কিত’ প্রতিক্রিয়ায় মোক্ষম খোঁচা তরুণজ্যোতির

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।