BSNL-এর নতুন ধামাকা! জলের দরে লঞ্চ হল ৫০ দিনের রিচার্জ প্ল্যান, প্রতিদিন মিলবে ২ GB ডেটা

Published on:

Published on:

BSNL launches its new recharge plan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন বাজেট-ফ্রেন্ডলি প্রিপেড প্ল্যান চালু করেছে। ওই প্ল্যানের দাম ৩৪৭ টাকা। এই প্ল্যানটিতে গ্রাহকরা ৫০ দিনের ভ্যালিডিটি পাবেন। যেখানে তাঁরা প্রতিদিন ২ GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানটি বিশেষভাবে তাদের জন্য উপলব্ধ করা হয়েছে যাঁরা ঘন ঘন রিচার্জ এড়াতে চান এবং কম দামে আরও ভালো সুবিধা পেতে চান।

BSNL-এর নতুন ৩৪৭ টাকার প্ল্যান:

BSNL সম্প্রতি তাদের অফিসিয়াল X অ্যাকাউন্টে ৩৪৭ টাকার এই নতুন প্রিপেইড প্ল্যানটির ঘোষণা করেছে। এই প্ল্যানে প্রতিদিন ২ GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে এবং ডেটা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি ৮০ kbps-এ কমে যাবে। এই প্ল্যানের মেয়াদ ৫০ দিন হওয়ায় টানা দেড় মাস ধরে ঘন ঘন রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা।

BSNL launches its new recharge plan.

এই প্ল্যানটি কেন ভ্যালু-ফর-মানি: BSNL-এর ৩৪৭ টাকার প্ল্যানটি বেসরকারি টেলিকম কোম্পানিগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে সস্তা এবং ফিচার-রিচ প্রমাণিত হতে পারে। অন্যান্য টেলিকম অপারেটররা এই ধরণের বৈশিষ্ট্যের জন্য ব্যয়বহুল প্ল্যান উপলব্ধ করলেও, BSNL কম দামে এই সমস্ত কিছু অফার করছে। এই প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্যও আদর্শ যাঁরা প্রচুর ডেটা ব্যবহার করেন। বিশেষ করে যেসব এলাকায় BSNL-এর 4G পরিষেবা পাওয়া যায়, সেখানে এই প্ল্যানটি খুবই কার্যকর এবং সাশ্রয়ী হিসেবে প্রমাণিত হবে।

আরও পড়ুন: বড় ঘোষণা করল কোম্পানি! ৪৮ পয়সার এই স্টক কিনতে শেয়ার বাজারে হুড়োহুড়ি

BSNL-এর নেটওয়ার্ক এবং পরিষেবা সম্প্রসারণ: সাম্প্রতিক বছরগুলিতে, BSNL তার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার উন্নত করেছে এবং বেশ কয়েকটি শহরে 4G পরিষেবা চালু করেছে। কোম্পানির এখন লক্ষ্য হল ব্যবহারকারীদের উন্নত কল কোয়ালিটি, দ্রুত ডেটা স্পিড এবং নির্ভরযোগ্য পরিষেবা প্রদান করা।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! ভারতের সবথেকে হাই-স্পিড স্লিপার ট্রেন চলবে কবে থেকে? মিলল আপডেট

এমতাবস্থায়, ৩৪৭ টাকার এই নতুন প্ল্যানটি BSNL-এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও, যাঁরা BSNL-এ স্যুইচ করার কথা ভাবছেন, তাঁদের জন্যও এই প্ল্যানটি অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচিত হবে।