দুর্ঘটনা নয়, জুবিনের মৃত্যুকে ‘খুন’ বলেই দাবি, চার্জশিট নিয়ে ফের বিষ্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অসমের খ্যাতনামা গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। কিন্তু তাঁর মৃত্যু রহস্য নিয়ে জট এখনও কাটছে না। সিঙ্গাপুরে গিয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রথম থেকেই জুবিনের মৃত্যুকে খুন বলে দাবি করা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জুবিন (Zubeen Garg) মৃত্যুর তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু এর মাঝেই ফের একবার জুবিনের (Zubeen Garg) মৃত্যু নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন হিমন্ত বিশ্বশর্মা।

জুবিনের (Zubeen Garg) মৃত্যু নিয়ে ফের বিষ্ফোরক হিমন্ত বিশ্বশর্মা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের (Zubeen Garg) মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করবেন না। এই ঘটনাকে সরাসরি ‘খুন’ বলে দাবি করে তিনি বলেন, ১৭ ডিসেম্বর জুবিনের খুনের চার্জশিট জমা দিতে হবে। যদিও তিনি ৮ ডিসেম্বরের মধ্যেই চার্জশিট জমা দিতে বলেছেন।

Himanta biswa sarma said zubeen garg death is not an accident

বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে: হিমন্ত বিশ্বশর্মা বলেন, বিদেশে কোনও ঘটনা ঘটলে চার্জশিট দাখিলের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানিয়েছেন তিনি, যাতে তিনি দ্রুত এ বিষয়ে অনুমোদন দিতে পারেন। কিছুদিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি যাবে সিটের তরফে। অনুমোদন পেলেই ৮, ৯ বা ১০ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : এসআইআর প্রক্রিয়ায় সরাসরি যুক্ত, নির্বাচন কমিশন শর্ত চাপাল খরাজ-নীল-বিশ্বনাথের উপর

কী বলছে ময়না তদন্তের রিপোর্ট: সিঙ্গাপুরে যে ময়না তদন্ত হয়েছে জুবিনের (Zubeen Garg), তার রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু জানা যাচ্ছে, গায়কের নাকি জলে ভয় ছিল। তা সত্ত্বেও কেন লাইফ জ্যাকেট ছাড়াই জলে নামলেন জুবিন (Zubeen Garg)? উঠছে প্রশ্ন। উপরন্তু এও অভিযোগ উঠছে, গায়ককে জলে ডুবে যেতে দেখেও নাকি তাঁকে বাঁচানোর চেষ্টা করেননি তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন : বইপ্রেমীদের জন্য বিরাট সুখবর, ঘোষণা হয়ে গেল ২০২৬ এর কলকাতা বইমেলার নির্ঘন্ট

এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে তোলা হয়েছে কাঠগড়ায়। জুবিনের ব্যান্ডের সদস্য থেকে তাঁর দুই দেহরক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। শেষমেষ তদন্তের মোড় কোনদিকে ঘোরে সেটাই দেখার অপেক্ষা।