বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নিয়ে যখন গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অন্য তরজা। রবিবার রাতে হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, দীপ্তি শর্মাদের হাতে যখন উঠল বিশ্বকাপ ট্রফি, তখনই মুখ্যমন্ত্রীর এক পুরনো মন্তব্য ফের ভাইরাল হতে শুরু করে। সেই মন্তব্যকে সামনে এনে কিছু মানুষ কটাকে ভরে তোলে সোশ্যাল মিডিয়া। এই কথাটির বিরুদ্ধে এবার মুখ খুলেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
মুখ্যমন্ত্রীর কোন মন্তব্য ভাইরাল?
প্রসঙ্গত, কিছুদিন আগে দুর্গাপুর মেডিকেল কলেজে ঘটে যায় এক রোমহর্ষক ঘটনা। সে সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করে বলেছিলেন, “মেয়েরা অত রাতে বাইরে যাবে কেন, মেয়েদের রাত আটটার মধ্যে বাড়ি ফেরা উচিত।” ভারতীয় ওমেন্স ক্রিকেট দল বিশ্বকাপ জয় লাভের পর মুখ্যমন্ত্রী তাঁদের শুভেচ্ছা বার্তা জানাতেই মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ভাইরাল হতে শুরু করে। মমতার অভিনন্দনবার্তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, “তারা রাত ১২টা পর্যন্ত খেলেছে! কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিল, রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে!”
কী বলেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)?
এই বিতর্ক ঘিরে এবার মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “যাঁরা সোনার মেয়েদের জয়ের সঙ্গে এক পুরনো মন্তব্যকে জড়িয়ে বিকৃত প্রচার চালাচ্ছেন, তাঁরা আসলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন।” কুণাল আরও বলেন, “সোনার মেয়েদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিংয়ের সঙ্গে ঝোপঝাড়ে গিয়ে ডেটিং করার কোনও তুলনা হয় না। যাঁরা এই ধরনের মন্তব্য করছেন, তাঁরা শুধু মেয়েদের ছোট করছেন।”
প্রসঙ্গত, ভারতীয় দলের এই জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের পাশে এখন হরমনপ্রীত কউরের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু সেই আনন্দের আবহেই কেউ কেউ মুখ্যমন্ত্রীর আগের বক্তব্যকে টেনে এনে রাজনীতি মেশাতে শুরু করলেন। ফলত, সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে শুরু হয় চরম সমালোচনা, কটাক্ষ, মিমের বন্যা।

আরও পড়ুনঃ “দল চাইলে মুখ্যমন্ত্রী হব”, তৃণমূলকে টক্কর দিতে রাজ্যে তৈরি হচ্ছে ‘মিঠুন যোদ্ধা’ দল, ঘোষণা মিঠুনের
এই প্রসঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে কুণাল (Kunal Ghosh) লেখেন, “যাঁরা রাতের জয় নিয়ে বিকৃত প্রচার করছেন…” এই ক্যাপশন দিয়েই কুণাল ঘোষ ভিডিও বার্তায় ডান, বাম, দুই পক্ষকেই একহাত নেন। তাঁর দাবি, এখন সময় মেয়েদের কৃতিত্বকে উদযাপনের, রাজনীতির রঙ লাগানোর নয়।













