বাংলা হান্ট ডেস্কঃ আগের স্কুল ছেড়ে নতুন চাকরিতে যোগ, এ বার ফের সেই পুরোনো চাকরিতেই ফিরছেন এসএসসির চাকরিহারা শিক্ষকেরা (SSC)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো, পুরনো স্কুলে শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একটা অংশ। মধ্যশিক্ষা পর্ষদ তরফে জানানো হল, প্রথম ধাপে নবম দশম একাদশ দ্বাদশে ১৬৬ জন চাকরিতে ফিরতে চলেছেন।
এসএসসি-তে পুরনো চাকরি ফিরে পেলেও হতাশা | SSC
পর্ষদ জানিয়েছে, নভেম্বরে ৬ তারিখ ওই সমস্ত শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যে প্রাথমিকের ১,৯৮৯ জন পুরোনো চাকরিতে ফিরে গিয়েছেন। এ বার নবম দশম ও একাদশ-দ্বাদশে এসএসসিতে সুপারিশপত্র দেওয়ার পালা। মোট ৫৪৬ জনকে সুপারিশপত্র দেওয়া হবে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে ২০১৬ এসএসসি প্যানেলের বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরি যায় ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষা কর্মীর। চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল, ‘যোগ্য’ চাকরিহারারা যদি এই শিক্ষকতার চাকরি করার আগে অন্য কোনও সরকারি চাকরি করতে করতে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি পান তাহলে তারা পুনরায় নিজেদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন।
রাজ্য সরকার যাতে তাদের পুরনো চাকরি ফিরিয়ে দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতোই প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি বিদ্যুৎ , স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, রাষ্ট্রীয় সংস্থায় বিভিন্ন পদে নিজেদের পুরোনো চাকরিতে ফিরে গিয়েছেন বেশ কিছু চাকরিহারা।
নবম-দশম, একাদশ-দ্বাদশে যেই ১৬৬ জন চাকরিতে ফিরে যাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশকেই আগে যেখানে চাকরি করতেন সেই স্কুলে ফেরানো হল। তবে বাকি অংশ সেই সুযোগ পেল না। পুরোনো জায়গায় শূন্যপদ না থাকলে ওই জেলার পার্শ্ববর্তী কোনও স্কুলে দেওয়া হল নিয়োগ। এই নিয়েই সমস্যায় পড়েছেন অনেকে।

আরও পড়ুন: বুধবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, শীত কি আদৌ আসবে? আশার খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর
অনেকে নিজের পুরোনো চাকরি থেকে প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার দূরের স্কুলে নিয়োগ পেয়েছেন। পুরনো চাকরি ফিরে পেলেও তাদের মধ্যে অনেককেই চাকরি করতে যেতে হবে অন্য জেলায়। শিক্ষা দফতরকে অনুরোধ করার পরও কোনো সুরাহা না হওয়ায় হতাশ তারা। আবার এদের মধ্যে অনেকে অসুস্থ। অসুস্থতা নিয়ে দূরবর্তী জেলায় তারা যাবেন কি করে সেই নিয়ে নয়া চিন্তায় তারা।













