বাংলা হান্ট ডেস্ক: লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন (Indian Railways) যারা যাতায়াত করেন তারা অনেক সময় বৃহন্নলাদের খপ্পরে পড়তে হয়। এর ফলে নানান রকম অশান্তি সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণকারীদের। অনেক সময় কম টাকা দিলে বা টাকা দিতে না চাইলে শাপ, শাপন্ত থেকে গালিগালাজ পর্যন্ত চলে। আর এই জন্য অনেকেই বিরক্ত হন।
রেলে ভুয়ো বৃহন্নলার উপদ্রব! যাত্রীদের উদ্দেশে সতর্কতা জারি (Indian Railways)
এর ফলে সরকারের কাছে এই সমস্যা থেকে শুরু হওয়ার জন্য আবেদনও করেছেন। সেই আবেদন এবার শোনা হল। ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে এক নতুন পদক্ষেপ নেওয়া হল যেখানে যাত্রীরা এই ধরনের হেনস্থা হলে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।

আরও পড়ুন: দ্রুত, হেলদি আর সুস্বাদু—অফিস ফেরত ক্লান্তদের জন্য ৫ মিনিটে ৩ পদের আইডিয়া
ভারতীয় রেলওয়েতরফ (Indian Railways) থেকে জানানো হয়েছে, এবার যদি কোন ব্যক্তি বৃহন্নলা সেজে যাত্রীদের বিরক্ত করেন। পাশাপাশি টাকা আদায়ের চেষ্টা করেন। তাহলে যাত্রীরা রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
সম্প্রতি এক অক্টোবর থেকে ১৫ অক্টোবর নট সেন্টাল রেলওয়ে আগ্রা ডিভিশনে রেলওয়ে প্রটেকশন ফোর্স এক অভিযান চালায়। সেখানে ৫৪ জন কে আটক করা হয়েছে। যারা বৃহন্নলা সেজে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করেছিলেন। এছাড়াও টাকা আদায়ের পাশাপাশি করেছেন খারাপ ব্যবহার ও বিনা টিকিটে যাত্রা অভিযোগে উঠেছে অনেকের বিরুদ্ধে।
এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত আগ্রা ডিভিশনের আরপিএফ এমন ৩০৩ জনকে আটক করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে পদক্ষেপও। যার মধ্যে ২৫৭ জন যাত্রীরা রেল মদদ (Railway Madad) পোর্টালের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এবং এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আরপিএফ পদক্ষেপ গ্রহণ করেছে (Indian Railways)।













