বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার জোড়া মিছিল আটকাতে এবার একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। গতকালই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার সোদপুরে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। এর বিরুদ্ধেই হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য।
শুভেন্দুর জোড়া মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে রাজ্য | Calcutta High Court
মঙ্গলবার রাজ্যের তরফে এই বিষয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো জানানো হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ২টোয় এই মামলার শুনানির সম্ভাবনা। শুভেন্দুর দু’টি মিছিলই বন্ধ করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। মঙ্গলবার রাস উৎসব। বুধবার গুরু নানকের জন্মদিন তাই ওই এলাকাগুলিতে মিছিল করা হলে প্রশাসনিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতে দাবি রাজ্যের।
উল্লেখ্য, সোমবারই রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে মিছিলের অনুমতি নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর আবহে জোড়া মিছিল করতে চেয়ে আবেদন জানান শুভেন্দু। তবে পুলিস সেই অনুমতি না দেওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বিরোধী দলনেতা। গতকালই শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি হাইকোর্টের।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকে প্রাণ গেল দিঘার হোটেল ব্যবসায়ীর শেখ সিরাজউদ্দিনের, পরিবারের দাবি ‘SIR আতঙ্কে’ মৃত্যু
একাধিক শর্ত চাপিয়ে শুভেন্দুর মিছিলের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি শুভেন্দুকে মঙ্গলবার সোদপুরে এবং বুধবার পূর্ব বর্ধমানে জোড়া মিছিলের অনুমতি দিয়েছিলেন। এরই বিরোধীতা করে এবার হাইকোর্টে রাজ্য সরকার।













