নীতীশের ‘মহিলা রোজগার’-এর পাল্টা চাল, ভোট টানতে বছরে ৩০ হাজার টাকার প্রতিশ্রুতি তেজস্বীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: বিহারে (Bihar) প্রথম দফার ভোটের মাত্র দু’দিন আগে মহিলা ভোট ব্যাঙ্ককে লক্ষ্য করে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা ও ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। মঙ্গলবার পাটনায় সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁর জোট ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বছরে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর বক্তব্য, ‘‘বিহারের মা-বোনদের অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের প্রথম লক্ষ্য। ক্ষমতায় এলে আগামী বছর মকরসংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।’’

বিহার (Bihar) বিধানসভা নির্বাচনে লক্ষ্য মহিলা ভোট ব্যাঙ্ক

বিহারে (Bihar) মহিলা ভোট সবসময়ই গুরুত্বপূর্ণ রাজনৈতিক অস্ত্র। গত প্রায় দু’দশক ধরে মহিলা ভোটের বৃহৎ অংশ নীতীশ কুমারের দলে গেছে বলে ভোট বিশ্লেষকদের মত। মহিলা শিক্ষার হার বাড়ানো, সাইকেল ও ইউনিফর্ম প্রকল্প, পড়ুয়ার নিরাপত্তা ও নারীর সামাজিক অবস্থান নিয়ে একাধিক প্রকল্প চালু করার ফলে নীতীশ বারবার এই ভোটব্যাঙ্ক ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই এবার মহিলা ভোট টানতে আরজেডির বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: হঠাৎ বিরাট বদল! মঙ্গলবার সোনার দাম বাড়ল না কমল? কলকাতায় কত হল রেট

উল্লেখ্য, নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার বিহারে (Bihar) ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে, যার লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জানা গেছে, ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়েছে। ফলে মহিলা উন্নয়নের লড়াই এখন সরাসরি দু’শিবিরের রাজনৈতিক প্রতিযোগিতা।

শুধু মহিলা উন্নয়নই নয়, কৃষকদের সহায়তার কথাও প্রতিশ্রুতি দেন তেজস্বী। তিনি বলেন, ক্ষমতায় এলে ধানচাষিদের প্রতি কুইন্টালে ৩০০ টাকা এবং গমচাষিদের প্রতি কুইন্টালে ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে। কৃষিনির্ভর বিহারে (Bihar) এটি প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে।

Tejashwi announced big rewards before Bihar election.

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশ শিরোধার্য! পুরনো চাকরি ফিরে পেলেও SSC-তে নয়া সমস্যায় চাকরিহারারা

বিহারে (Bihar) প্রথম দফার ভোট বৃহস্পতিবার, আর দ্বিতীয় দফা হবে আগামী মঙ্গলবার, ১১ নভেম্বর। ১৪ নভেম্বর ভোটগণনা ও ফলপ্রকাশ। মোট ২৪৩টি বিধানসভা আসনে ভোট হবে, যেখানে মূল লড়াই এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। পাশাপাশি ভোটের ময়দানে রয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও, যা কিছু এলাকায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছে।

নির্বাচনী প্রচারে এনডিএ নেতারা বারবার আরজেডি আমলের ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গ তুলে ভোটারদের সতর্ক করছেন। অন্যদিকে তেজস্বী সামাজিক ন্যায়, কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি সামনে রেখে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এবার বিহারে (Bihar) মহিলা ভোটের লড়াই যে আরও কঠিন হতে চলেছে, তা তেজস্বীর নতুন ঘোষণায় স্পষ্ট। এখন দেখার, উন্নয়ন ও নিরাপত্তার বার্তা দেওয়া নীতীশ নাকি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে তেজস্বী—কার দিকে ঝুঁকবেন বিহারের মা-বোনেরা।