কোচবিহার, শিলিগুড়ি থেকে বাঁকুড়া, ‘অযোগ্য’-শিক্ষাকর্মীদের তালিকায় কোন কোন তৃণমূল নেতার নাম?

Published on:

Published on:

SSC Tainted Candidates List

বাংলা হান্ট ডেস্কঃ কথা মতোই রোল নম্বর, স্কুলের নাম-সহ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। আগেই কমিশন সূত্রে খবর মিলছিল প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি চাকরিহারাদের নাম থাকতে চলেছে অযোগ্যদের তালিকায় (SSC Tainted Candidates List)। সোমবার এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট সামনে আসতে দেখা গেল মোট ৩ হাজার ৫১২ জনের নাম রয়েছে।

‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ এসএসসির | SSC Tainted Candidates List

কমিশনের প্রকাশিত তালিকা থেকে জানা যাচ্ছে, ওএমআর (OMR) জালিয়াতি আর সুপারিশপত্র ছাড়া নিয়োগ হয়েছে ২ হাজার৫৯১ জনের। র‌্যাঙ্ক জাম্প ওআউট অব প‍্যানেলের সংখ্যা ৯২১ জন। এর আগে ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষকদের তালিকা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল। অযোগ্যদের তালিকায় একাধিক তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম ঠাসা ছিল। এবারও চিত্রটা অনেকটা একই রকম।

গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকাতেও তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ একাধিক অযোগ্য শিক্ষাকর্মীদের নাম দেখা যাচ্ছে। কোচবিহারের তৃণমূল যুব সভাপতির নাম রয়েছে অযোগ্য তালিকায়। নাম রয়েছে শিলিগুড়ির যুব তৃণমূল নেতা সহ বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতির। দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও রয়েছে তালিকায়। রয়েছে তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের ভাইয়ের নামও।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা সেই সুযোগ পায়নি। এরই মধ্যে ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। তার আগে ‘অযোগ্য’দের আলাদা করে দেওয়া হল।

SSC exam

আরও পড়ুন: হঠাৎ বিরাট বদল! মঙ্গলবার সোনার দাম বাড়ল না কমল? কলকাতায় কত হল রেট

সোমবার আজ রাত ৮ টা বেজে ৪ মিনিট থেকে গ্রুপ সি ও ডি তে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। এসএসসি তরফে দেওয়া নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দাগিরা কোনওভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না।