অন্ধকার রাতের আকাশে ফুটবে আতশবাজি, ২৫ বছর পর ফের বাংলায় উজ্জ্বল উল্কাবৃষ্টি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের আকাশে আসছে এক বিরল মহাজাগতিক দৃশ্য (Meteor Shower)। রাতের অন্ধকারে আকাশজুড়ে ছুটে যাবে শয়ে শয়ে উল্কা। আগামী ১৬ নভেম্বর রাত থেকে ১৭ নভেম্বর ভোর পর্যন্ত দেখা যাবে এই উল্কাবৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবে উজ্জ্বল আলোর রেখা। অমাবস্যার মাত্র তিন দিন আগে বলেই আকাশে চাঁদের আলো থাকবে না। ফলে তারার মতোই উল্কাগুলিও দেখা যাবে স্পষ্ট ও উজ্জ্বলভাবে।

বঙ্গের রাতের আকাশে উল্কা বৃষ্টি (Meteor Shower)

এই মহাজাগতিক ঘটনা আদতে ধূমকেতুর উপহার। ১৬৯৯ সালে ৫৫পি/টেম্পল-টাটল (55P/Tempel–Tuttle) নামে একটি ধূমকেতু সূর্যের খুব কাছ দিয়ে অতিক্রম করার সময় তার লেজের অংশ পৃথিবীর কক্ষপথে ফেলে যায়। প্রতি বছর সেই লেজের অংশের কাছে পৃথিবী পৌঁছয় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। ১৬-১৭ নভেম্বর সেই ‘ধূমকেতুর ধূলিকণা’ বায়ুমণ্ডলে প্রবেশ করেই জ্বলে ওঠে উল্কার বৃষ্টির (Meteor Shower) মতো। অমাবস্যার নিকটবর্তী তারিখ হওয়ার কারণে এ বার এই দৃশ্য আরও বেশি স্পষ্ট দেখা যাবে বলে আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আরও পড়ুন:নীতীশের ‘মহিলা রোজগার’-এর পাল্টা চাল, ভোট টানতে বছরে ৩০ হাজার টাকার প্রতিশ্রুতি তেজস্বীর

১৬ নভেম্বর রাত ১২টার পর থেকে অর্থাৎ ১৭ নভেম্বরের প্রথম প্রহর থেকে ভোর তিনটে পর্যন্ত চোখ রাখলেই ধরা দেবে এই অপূর্ব দৃশ্য। শহরের উন্মুক্ত ছাদ, মাঠ বা খোলা জায়গা থেকে সবচেয়ে ভালো দেখা যাবে উল্কাপাত। বিশেষ কোনও যন্ত্রেরও প্রয়োজন নেই। শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেই চলবে। যত কম হবে শহরের আলো, তত পরিষ্কার দেখা যাবে উল্কার লাইন (Meteor Shower)।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি লিওনিড উল্কাবৃষ্টি (Meteor Shower), যা পৃথিবীর কাছে টেম্পল-টাটল ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণার মেঘে প্রবেশের ফল। ১৯৯৮ সালে এই উল্কাবৃষ্টির শীর্ষ সময় প্রত্যক্ষ করেছিলেন বহু মানুষ। সেই স্মৃতি ফের জাগিয়ে তুলবে চলতি বছরের এই মহাজাগতিক প্রকৃতির প্রদর্শনী। তবে আরও বড় বিস্ময় অপেক্ষা করছে সামনে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০৩০ সালে ধূমকেতু টেম্পল-টাটল পৃথিবীর আরও কাছে আসবে। ফলে সেই বছরে উল্কাবৃষ্টি হবে আরও বেশি প্রবল, উজ্জ্বল এবং চমকপ্রদ। ধূমকেতুটি ৩৩.১৭ বছর অন্তর সূর্যকে প্রদক্ষিণ করে এবং ১৮৬৫ সালে প্রথম তা আবিষ্কৃত হয়।

Bengal to experience Meteor Shower soon.

আরও পড়ুন:একঘেয়ে তরকারি নয়, গোলমরিচে মাখা মরিচ কপিতে মুগ্ধ হবেন অতিথিরাও, রইল রেসিপি

ধূমকেতুর লেজ সাধারণত নিস্ক্রিয় অবস্থায় মহাকাশে ছড়িয়ে থাকে। এবার তারই এক অংশের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে পৃথিবীর, বিশেষত বঙ্গের রাত্রিকালীন আকাশে। এবার সুযোগ হাতছাড়া না করারই পরামর্শ বিশেষজ্ঞদের। প্রকৃতি ও মহাকাশের এই বিরল সম্মিলন দেখার সুবর্ণ সময়—যথাসম্ভব আলোক দূষণ কম এমন জায়গায় পরিবার বা বন্ধুদের সঙ্গে ছাদে উঠে বা খোলা মাঠে গিয়েই চোখ রাখুন আকাশের দিকে। মহাজাগতিক প্রদর্শনী আপনাকে অভিভূত করবেই (Meteor Shower)।