SIR মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের! কী বললেন প্রধান বিচারপতি?

Published on:

Published on:

High Court Key Observation on SIR in West Bengal as Process Begins Across State

বাংলা হান্ট ডেস্কঃ ৪ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া (SIR in West Bengal)। আর এই SIR নিয়েই সম্প্রতি বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে উঠে আসে এই মামলার বিষয়টি। আবেদনকারী পক্ষের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, যেহেতু আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে SIR প্রক্রিয়া, তাই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি গ্রহণ করা হোক। তবে সেই অনুরোধ খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, “এই মুহূর্তে দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই।”

কী নিয়ে মামলা এসআইয়ার-এ (SIR in West Bengal)?

গত ৩১ অক্টোবর কলকাতা হাই কোর্টে দায়ের হয় এই মামলা। মোট চারটি বিষয়টি কেন্দ্রীভূত করে মামলাটি দায়ের করা হয়। চারটি বিষয় গুলি হল –

  • প্রথমত, আদালতের নজরদারিতে সম্পূর্ণ হোক SIR প্রক্রিয়া।
  • দ্বিতীয়ত, এসআইআর-এর সময়সীমা বাড়ানো হোক।
  • তৃতীয়ত, কেন এই প্রক্রিয়া প্রয়োজন, তা বিস্তারিতভাবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হোক আদালতকে।
  • চতুর্থত, ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করা হোক জনসমক্ষে।

দ্বিতীয় দফার ঘোষণা ঘিরেই ফের বিতর্ক

জাতীয় নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার ঘোষণা হতেই রাজ্যজুড়ে ফের উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ, কোথাও ২০০২ সালের তালিকায় নাম না থাকা ব্যক্তিদের BLO-র দায়িত্ব দেওয়া হয়েছে, আবার কোথাও ভোটার লিস্ট থেকেই উধাও হয়ে গিয়েছে একাধিক নাম। এ নিয়ে শাসকদলের তরফে উঠেছে বিস্ফোরক অভিযোগ।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, “একটা বুথেই ৯০০ নাম উধাও! হিন্দু ভোটারদের নাম বাদ গিয়েছে! চুপিচুপি নাম মুছছে কমিশন।” তিনি আরও অভিযোগ জানিয়ে বলেন, “বুথ ২, নাটাবাড়ি (কোচবিহার)-এ দেখা যাচ্ছে ২০০২ সালের লিস্টে ৭১৭টি নাম ছিল, এখন আপলোডেড লিস্টে মাত্র ১৪০। বাকিরা কোথায় গেলেন?” এছাড়া আরও চাঞ্চল্যকর দাবি জানিয়ে কুণাল বলেন, “উত্তর ২৪ পরগনার অশোকনগরের ১৫৯ নম্বর বুথে এখন দেখা যাচ্ছে কোনও ভোটার নেই! অথচ এই বুথে একসময় ৯০০ ভোটার ছিল।”

High Court Key Observation on SIR in West Bengal as Process Begins Across State

আরও পড়ুনঃ রেড রোডে তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা, একাধিক অভিযোগ নিয়ে সিইও দপ্তরে গেলেন শুভেন্দু

এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, “SIR চলাকালীন যাতে কারও নাম বাদ না যায়, সেটা নিশ্চিত করতে হবে।” এই পরিস্থিতি অর্থাৎ তর্ক বিতর্ক অভিযোগের মধ্যেই আজ থেকে রাজ্যজুড়ে আজ শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় (SIR in West Bengal)।