বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরই ধুমধাম করে দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মন্দির নিয়েই একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। দিঘার জগন্নাথ মন্দিরকে কেন ধাম বলা হবে? এই নিয়ে আপত্তি ছিল নানা মহলে।
দিঘার মন্দির নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে | Calcutta High Court
পুরীর অনুকরণে দিঘার জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ অ্যাখ্যা দেওয়া যায় কী না? এই বিষয়ে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ঘোর আপত্তি জানিয়েছিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ (দক্ষিণবঙ্গ)। সেই সংক্রান্ত মামলাতেই বড় আপডেট।
মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলাটি খারিজ করে দেয়। সূত্রের খবর, বহুদিন হয়ে গেলেও মামলার কোনও অগ্রগতি হয়নি। নিজেদের অভিযোগ প্রমাণের জন্য নথি জমা করতে পারেনি মামলাকারী। তাই অবশেষে সেই মামলা খারিজ করে দিল আদালত।
উল্লেখ্য, এর আগে এই মামলার শুনানিতে মামলাকারী একাধিকবার সময় চেয়েছেন। সেই সময় আদালত সুযোগ দেওয়া সত্ত্বেও কোনও নথি দাখিল করতে পারেনি মামলাকারী সংগঠন। এদিনও কোনও নথি দাখিল করতে না-পারায় বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: কোচবিহার, শিলিগুড়ি থেকে বাঁকুড়া, ‘অযোগ্য’-শিক্ষাকর্মীদের তালিকায় কোন কোন তৃণমূল নেতার নাম?
বিচারপতি পাল বলেন, ‘অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলে নথি দাখিল হয়ন। আর কতবার নথি দাখিল করার জন্য শেষ সুযোগ দেওয়া হবে? বারবার শেষ সুযোগ দিলে তো “শেষ” শব্দটার মানে থাকবে না’। এরপরই মামলাটি খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে সম্পূর্ণ নথি জমা করে নতুন করে মামলা করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।













