বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার দুপুর আড়াইটের কিছুক্ষণ পর থেকেই রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হল তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিলে সংবিধান হাতে হাঁটতে দেখা গেল মমতাকে।
দলের নেতাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
মিছিল শুরু হওয়ার আগে শৃঙ্খলার বার্তা দিয়ে দলের নেতাদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । তিনি বলেন, “যে যত বড় নেতা হও বা মন্ত্রী, আমি স্পষ্ট বলে দিচ্ছি, কেউ সামনে এসে টিভিতে মুখ দেখাতে যাবেন না। পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না। আমি কিন্তু সবাইকে চিনে রাখব।” এদিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক নয়, দলীয় শৃঙ্খলারও বার্তা দিয়েছে।
এদিন রানি রাসমণি রোড ধরে কে.সি. দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, অর্থাৎ অম্বেদকর থেকে রবীন্দ্রনাথ। শাসকদলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক অম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে মিছিলের শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায় যে, ‘সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো।’
এদিনের মিছিলে যাতে ভিড় না বাড়ে, সে জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দেন যে, রাজ্যের দূরদূরান্ত থেকে কেউ আসবেন না। শুধুমাত্র কলকাতা, দুই ২৪ পরগনা এবং হাওড়া জেলার নেতা-কর্মীরাই থাকবেন বলে জানানো হয়।
ঠিক এই দিনেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক আগেই অভিযোগ করেছিলেন, এত অল্প সময়ে এই পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। তাঁদের আশঙ্কা, প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ে যেতে পারে। অভিষেক স্পষ্ট বলেন, “SIR-এর নামে যদি একজন প্রকৃত ভোটারের নামও বাদ যায়, তবে আমরা দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।”

আরও পড়ুনঃ SIR মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের! কী বললেন প্রধান বিচারপতি?
ইতিমধ্যে জোড়াসাঁকো পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা। মঞ্চে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন বিভিন্ন ধর্মগুরুরা। এছাড়া রয়েছে টলিউডের তারকাদের একাংশ।













