শীতের সফরে রইল নতুন ঠিকানা, ভিড় এড়িয়ে কালিম্পংয়ে ঘুরে আসুন এই ৩ অজানা গ্রামে

Published on:

Published on:

Kalimpong explore 3 unknown village this coming winter

বাংলা হান্ট ডেস্ক: শীতের শুরুতে পাহাড়ে যাবেন বলে ঠিক করেছেন। আর পাহাড় বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গ মোটামুটি ভাবে ঘুরে ফেলেছে না আপনি। চোখ বন্ধ করলে কালিম্পং এর ছবি আপনার সামনে ভাসে। অথবা দেখতে পান দার্জিলিং এর মল রোড। কিন্তু সেই সব জায়গায় এই বর্তমান সিজনে ভীষণ ভিড় থাকে। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে পৌঁছে যান কালিম্পংয় (Kalimpong) এর এই ৩ টি গ্ৰামে।

আসন্ন শীতে কালিম্পংয়ে ঘুরে দেখুন অজানা ৩ গ্রাম (Kalimpong)

ভ্রমণ প্রিয় মানুষ তথা বাঙালির বেড়ানো মানেই সবার আগে ‘দী-পু-দা’। কিন্তু সেই বিষয়ে এখন কিছুটা বদল এসেছে। বর্তমানে ভ্রমণ প্রিয় মানুষেরা উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামে সময় কাটাতে বেশি পছন্দ করছে। অফবিটের নেশায় এখন ভ্রমণপিপাসুরা এমন জায়গা খুঁজে নিচ্ছে। যার ঠিকানা এর আগে কেউ জানত না। দু’ রাত তিন দিনের জন্য একদম আদর্শ এই ছোট ছোট অফবিট ডেস্টিনেশনগুলো। এমন একটি জায়গা রয়েছে কালিম্পংয়ে (Kalimpong)। আজকের প্রতিবেদনে জানানো হল আপনি কালিম্পং এ গেলে এই তিনটি জায়গা ঘুরে দেখতে পারেন। যেখানে আপনি মন ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

Kalimpong explore 3 unknown village this coming winter

আরও পড়ুন: বাঁধাকপি খেতে মন চায় না? এই ভর্তা খেলে বদলে যাবে ধারণা, প্রণালী রইল

লিংসে: কালিম্পং এর স্বল্প পরিচিত গ্রাম লিংসে। শহর থেকে বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গেলে পরে আপনি দেখতে পারবেন পাহাড়ের মেঠো রাস্তায় দিয়ে ঘুরে যেতে পারবেন মূল খারকা রোদে। এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পারবেন আরিতার লেক, লেপচে মনাস্ট্রি, শেরপা মনাস্ট্রি, সেভাং জলপ্রপাত, ভুটিয়া মনাস্ট্রি, হেরিটেজ হাউজ। নিউ জলপাইগুড়ি থেকে এখানে আসতে দূরত্ব পরে ১০৪ কিলোমিটার।

কাফের গাঁও: লোলেগাঁও এর একেবারে পাশে অবস্থিত কাফেরগাঁও। সবুজের পাহাড়ের কোলে এক চিলতে পাহাড়ি গ্রাম। সেখানেই রয়েছে লেপচাদের ঘরবাড়ি। এছাড়াও তাদের বারান্দা থেকে দেখা যায় রংবেরঙের ফুল ও বাহারি গাছের সারি। গোটাক অঞ্চল জুড়ে রয়েছে পাইনের গাছ। এখানে আসলে আপনি মন ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

কোলাখাম: নেওড়াভ্যালি কোলে  ছোট্ট পাহাড়ে গ্রাম কোলাখাম। পেডং থেকে রিষভ হয়ে লাভা বাজার পেরিয়ে পৌঁছে যায় এই জায়গাটি। গ্রাম হিসেবে মন্দ নয়। homest এর বারান্দায় বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আর আকাশ ভালো থাকলে অর্থাৎ পরিষ্কার আকাশ থাকলে ভোরের বেলা কাঞ্চনজঙ্ঘার দেখা মিললেও মিলতে পারে (Kalimpong)