‘কালীঘাটের কাকু’-র মামলায় নতুন মোড়, হাই কোর্টে বিচারপতির সরে দাঁড়ানোয় চাঞ্চল্য

Published on:

Published on:

Justice Tirthankar Ghosh steps away from Sujay Krishna Bhadra case in Calcutta High Court

বাংলা হান্ট ডেস্কঃ ফের চাঞ্চল্য কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রায় সম্পূর্ণ শুনানি শেষ হওয়ার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে আইন মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

কেন সরে দাঁড়ালেন হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ?

সূত্রের খবর, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি কার্যত প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতিদের মামলার দায়িত্ব পুনর্বণ্টনের পর মামলাটি আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। ঠিক সেই অবস্থাতেই মঙ্গলবার তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিলেন।

এখন মামলাটি যাবে হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। তিনিই নির্ধারণ করবেন পরবর্তী বিচারপতি, যিনি ‘কালীঘাটের কাকু’-র জামিন আবেদন শুনবেন। আদালত সূত্রে খবর, যেহেতু মামলার অধিকাংশ শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চেই সম্পন্ন হয়েছিল, তাই সম্ভাবনা প্রবল যে, আবার সেই বেঞ্চেই পাঠানো হতে পারে এই মামলা।

নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’

প্রসঙ্গত, ২০২৩ সালে চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি প্রথমে গ্রেপ্তার করেছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। পরে একই মামলায় তাঁকে ফের গ্রেপ্তার করে সিবিআই। তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তিকে নিয়ে তদন্তের শুরু থেকেই সরগরম রাজ্য রাজনীতি।

Justice Tirthankar Ghosh steps away from Sujay Krishna Bhadra case in Calcutta High Court

আরও পড়ুনঃ ‘জামিন দিচ্ছে না নিম্ন আদালত’, হিন্দু শরণার্থীদের মুক্তি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

গত ১৮ ফেব্রুয়ারি সুজয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) তাঁকে জামিন দেয়। তবে সেই জামিনের সঙ্গে একাধিক শর্তও জুড়ে দিয়েছিল আদালত। কিন্তু সম্প্রতি এই মামলাটি আবারও আদালতের নজরে আসে।