বাংলাহান্ট ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। প্রশিক্ষণ সম্পূর্ণ বুথ লেভেল অফিসারদের। মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম হাতে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন তাঁরা। তবে এখনও কিছু অভিযোগ রয়েছে বিএলওদের। এসআইআর (SIR) এর কাছে মোবাইল ডেটা খরচ হচ্ছে। তা নিয়ে অফিসারদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। এবার নির্বাচন কমিশন জানাল এসআইআর এর কাজ করার জন্য কী কী খরচ পাবেন বিএলওরা।
এসআইআর (SIR) এর কাজে কী কী সুবিধা পাবেন বিএলওরা?
কমিশন সূত্রে খবর, এসআইআর (SIR) এর কাজের জন্য খরচ পাবেন বিএলওরা। অন্যদিকে নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের অর্থ দফতরের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছে সিইও দফতর। কী কী থাকছে ওই খরচের মধ্যে?

কত টাকা দেওয়া হবে: নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, বিএলওদের উৎসাহ ভাতা বাবদ ৬০০০ টাকা দেওয়া হবে। এর মধ্যেই ধরা রয়েছে ফোনের খরচ বাবদ ১০০০ টাকা। এসআইআর (SIR) এর সময় ভোটারদের তথ্য পূরণ করতে গিয়ে মোবাইলের ডেটা খরচের অভিযোগ করেছিলেন বিএলওরা। অনেকের আবার দাবি, আগে তাঁদের কাছে স্মার্টফোন ছিল না। কিন্তু এসআইআর এর কাজ করতে গিয়ে স্মার্ট ফোন কিনতে হয়েছে তাঁদের। আর তা কিনতে গিয়ে সাম্মানিকের টাকা (SIR) খরচ হয়ে যাচ্ছে তাঁদের।
আরও পড়ুন : ‘ওদের ফাঁদে পা দেবেন না’, মতুয়াদের সতর্কবার্তা অভিষেকের, SIR নিয়ে কেন্দ্রকে তুলোধোনা মমতার
বাড়ানো হয়েছে সাম্মানিক: আগে বছরে ৬০০০ টাকা সাম্মানিক পেতেন বিএলওরা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১২ হাজার টাকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনার কাজ করে ৬ হাজার টাকা পেতেন। কিন্তু এবার সেই টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুন : বাড়িতে নেই, তখনই এসে হাজির BLO! দেখা না হলে SIR-এ বাদ যাবে নাম?
প্রতি বছরে সামারি রিভিশন হত অক্টোবরের পর। তাই বিএলওদের কাজ চলত ডিসেম্বর পর্যন্ত। অতিরিক্ত দু মাসের জন্য খরচ ধরা হত ৫০০ টাকা। এবার সেই খরচটা বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যেই ধরা থাকছে ডেটা খরচ। আর ওই এক হাজারের মধ্যে আরও পাঁচ হাজার টাকা যোগ করে মোট ৬ হাজার টাকা ইনসেনটিভ দেওয়া হবে বিএলওদের।













