বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) মরশুম যাই যাই করছে। বছরের শেষ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শীতও পড়ি পড়ি করছে। কিন্তু ভোজনরসিক বাঙালি ইলিশের স্বাদ ভুলতেই পারছে না। ইলিশের (Hilsa Fish) মরশুম শেষ হলে আগামী বছর বর্ষার আগে আর দেখা মিলবে না রূপোলি শষ্যের। তাই শেষ মুহূর্তে নদী, সমুদ্রে জাল ফেলে ইলিশ শিকার করে চলেছেন মৎস্যজীবীরা।
জালে উঠল বিরাট আকারের ইলিশ মাছ (Hilsa Fish)
ইলিশ এমন এক মাছ, যার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ দুই দেশের ভোজনরসিকরাই এক হয়ে যান। এবছর প্রথম দিকে বাংলাদেশে ইলিশের (Hilsa Fish) দাম বেশি থাকলেও মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আবারও ইলিশ উঠতে শুরু করেছে জালে। এবার চাঁদপুরের মেঘনা নদী থেকে ধরা পড়ল ২ কেজি ৩০০ গ্রামের একটি রাজা ইলিশ।

কে কিনল এত বড় মাছ: জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চাঁদপুরের মেঘনায় ধরা পড়ে ইলিশটি (Hilsa Fish)। তবে এটি কোনও মৎস্যজীবী নয়, একজন আড়তদার সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে। পরে মাছের দামের জন্য নিলাম ডাকা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, কুমিল্লার দাউদকান্দির নবীন হোসেন নামে একজন অনলাইন মাছ ব্যবসায়ী ইলিশটি (Hilsa Fish) কিনে নেন।
আরও পড়ুন : বাড়ল সাম্মানিক, সঙ্গে অতিরিক্ত সুবিধা, SIR-এর কাজে কী কী খরচ পাবেন বিএলওরা?
কত দাম উঠল: তিনি আরও জানান, এমন কিছু ক্রেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেন যারা দাম নিয়ে ভাবেন না। বড় ইলিশ খুঁজছিলেন তাঁরা। তাঁদের কথা ভেবেই এই রাজা ইলিশটি (Hilsa Fish) সংগ্রহ করেন ওই মাছ ব্যবসায়ী। প্রতি কেজি ৩ হাজার ৭৭৫ বাংলাদেশি টাকা হিসেবে মোট সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে ইলিশটি।
আরও পড়ুন : বাড়িতে নেই, তখনই এসে হাজির BLO! দেখা না হলে SIR-এ বাদ যাবে নাম?
বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বেশ কিছু রাজা ইলিশ বেচাকেনা হচ্ছে। তবে এখনও মাছগুলির দাম রয়েছে বেশ চড়া।













