ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের সুপ্রিম কোর্ট, গুরুতর আহত ১২ জন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) সুপ্রিম কোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকাল স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইসলামাবাদের শীর্ষ আদালতের বেসমেন্টে একটি জোরালো বিস্ফোরণ হয়। তীব্র শব্দে মুহূর্তে কেঁপে ওঠে পুরো ভবন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে আইনজীবী, আদালতের কর্মী এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। আহত হন অন্তত ১২ জন। তাঁদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, এক জনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পাকিস্তান (Pakistan) সুপ্রিম কোর্টে বিস্ফোরণ

প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়নি। তবে তদন্তে নেমে দ্রুত ঘটনার সূত্র খুঁজে পান পাকিস্তান (Pakistan) পুলিশের আধিকারিকরা। দেশটির ইনস্পেক্টর জেনারেল আলি নাসির রিজভি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বেসমেন্টে অবস্থিত ক্যাফেটেরিয়ার একটি গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ ঘটে। গত কয়েক দিন ধরে ওই ক্যাফেটেরিয়ায় গ্যাস লিকেজের সমস্যা হচ্ছিল। মঙ্গলবারও এসি মেরামতির কাজ চলছিল। সেই সময়ই গ্যাসের জমাট বাঁধা এবং স্পার্কের জেরে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন: ধনীরা আরও ধনী! আদানি-অম্বানিদের সম্পত্তি আরও বাড়ল, অতি-ধনী শ্রেণির সম্পত্তির হার নিয়ে রিপোর্ট দিল G20 গোষ্ঠী

বিস্ফোরণের পর আদালত ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। বেশ কিছু অংশে দেয়াল ভেঙে পড়েছে, জানালা-দরজা চুরমার হয়ে গিয়েছে। ঘটনাস্থলের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলির সত্যতা এখনো নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। সেই ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, বেসমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আহতদের উদ্ধার করে বাইরে আনা হচ্ছে (Pakistan)।

ঘটনার পর সুপ্রিম কোর্ট চত্বরে জরুরি অবস্থা জারি হয়। তৎক্ষণাৎ ভবনটি খালি করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ দল ও দমকল ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে। পুলিশ জানিয়েছে, আপাতত কোনও নাশকতার প্রমাণ মেলেনি। তবে কোনও অপরাধমূলক গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল (Pakistan)।

Pakistan SC rocked by massive explosion.

আরও পড়ুন:‘খুব শিগগিরই কলকাতায় আসছি’, মমতাকে প্রতিশ্রুতি শাহরুখের! KIFF-এর মঞ্চে থাকবেন ‘বাদশা’?

সুপ্রিম কোর্টের মতো উচ্চ নিরাপত্তার স্থানে এই ধরনের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামো রক্ষার বিষয়ে। আদালত চত্বরে গ্যাস লিকেজের সমস্যা থাকা সত্ত্বেও কেন সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কের পরিবেশে আপাতত বন্ধ রাখা হয়েছে আদালতের বেসমেন্ট এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বিচারিক কাজকর্ম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ (Pakistan)।