‘পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রে কাঁপিয়ে দেবে’, শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের তিনি ‘লেডি সুপারস্টার’। দীর্ঘদিন ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। প্রথম থেকেই নিজের অভিনয়, স্ক্রিন প্রেজেন্স দিয়ে কেড়েছেন দর্শকদের মন। তবে গত কয়েক বছরে তাঁর অভিনয়ে এসেছে আরও ধার। টলিউডের নায়িকাদের মধ্যে প্রথম সারির নাম হয়ে উঠেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নিজের কেরিয়ারের সঙ্গে সঙ্গে সংসারটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন তিনি। এবার শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল তৃণমূল সাংসদ তথা অভিনেতা পার্থ ভৌমিককে।

শুভশ্রীর (Subhashree Ganguly) ভূয়সী প্রশংসা পার্থ ভৌমিকের

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের হয়ে কলম ধরে শুভশ্রীর ভূয়সী প্রশংসা করেন সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর দৌলতেই শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে পরিচয় তাঁর। অভিনেত্রীকে কাছ থেকে দেখে তিনি উপলব্ধি করেছেন, শুভশ্রী (Subhashree Ganguly) অভিনয়ের ক্ষেত্রে যতটা একাগ্র, সংসার সামলানোর দিকেও একই রকম দায়িত্বশীল। বিশেষ করে শাশুড়ি মায়ের খুবই যত্ন করেন তিনি, একেবারে নিজের মেয়ের মতোই।

Trinamool Congress MP praised subhashree ganguly

দায়িত্ববান মা হয়েছেন শুভশ্রী: দুই সন্তানের মা শুভশ্রী (Subhashree Ganguly)। দুই ছেলেমেয়েকেই সুশিক্ষা দিয়ে বড় করছেন তিনি। সাংসদের কথায়, এখনকার শিশুদের সামলানো সহজ নয়। কিন্তু শুভশ্রী (Subhashree Ganguly) রপ্ত করে ফেলেছেন মাতৃত্ব। সেট থেকে কাজের মাঝেও ছেলেমেয়েদের খবর নেন তিনি। তবে অভিনেত্রী শুভশ্রী আবার অন্য মানুষ। পার্থ ভৌমিকের কথায়, শুভশ্রী ‘ভার্সেটাইল’। যেমন চরিত্র দেওয়া হবে তার মতো করেই নিজেকে গড়ে নেবেন।

আরও পড়ুন : পর্দায় দুই স্বামীর টানাপোড়েন, বাস্তবে এখনও স্কুলের গণ্ডিই পেরোননি! বয়স কত ‘লাজু’ সাইনার?

অভিনেত্রী হিসেবে কেমন শুভশ্রী: তিনি যতক্ষণ শুটের মধ্যে থাকেন তখন তার মধ্যেই ডুবে থাকেন। শুট শেষ হলেই ফের অন্যান্য দায়িত্বগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ প্রসঙ্গে দুটি ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, শুভশ্রীকে মঞ্চে নাটক করতে দেখার খুব ইচ্ছা তাঁর। সেই সঙ্গে তিনি বলেন, শুভশ্রী (Subhashree Ganguly) কোনোদিন পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করলে রীতিমতো কাঁপিয়ে দেবেন।

আরও পড়ুন : ‘খুব শিগগিরই কলকাতায় আসছি’, মমতাকে প্রতিশ্রুতি শাহরুখের! KIFF-এর মঞ্চে থাকবেন ‘বাদশা’?

যদিও রাজনীতি নিয়ে কখনও শুভশ্রীকে তিনি কথা বলতে দেখেননি বলেই জানান পার্থ ভৌমিক। স্বামী রাজ রাজনীতিতে পা রাখলেও শুভশ্রীর এ বিষয়ে আগ্রহ আছে কিনা তা তাঁর জানা নেই। এমনকি তাঁর সঙ্গেও শুভশ্রী কখনও রাজনীতি নিয়ে আলোচনা করেননি বলেই জানান পার্থ ভৌমিক।