পলি জমে ‘ডুবে’ যাচ্ছে দক্ষিণ কলকাতা! জরুরি বৈঠক ডাকল পুরসভা

Published on:

Published on:

Kolkata Municipality holds joint meeting with Irrigation Department to tackle Road waterlogging

বাংলা হান্ট ডেস্কঃ মাস খানেক আগে একদিনের ভয়াবহ বৃষ্টিতে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড ও আশপাশের এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। যাদবপুর থেকে গাঙ্গুলিপুকুর, যোধপুর পার্ক পর্যন্ত রাস্তায় হাঁটু জল জমে গিয়েছিল। অথচ কয়েক মাস আগেই ওই এলাকার ভূগর্ভস্থ নিকাশি নালা পলিমুক্ত করেছিল কলকাতা পুরসভা। তবু কেন একই সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এসেছে, খালগুলিতে পলি জমে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে নিকাশির পাইপলাইনের মুখ এখন খালের জলস্তরের নিচে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেচ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে নেমেছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)।

সেচ দপ্তরের সঙ্গে বৈঠক করল পুরসভা (Kolkata Municipality)

সমস্যা সমাধানে মঙ্গলবার কলকাতা পুরসভায় (Kolkata Municipality) বৈঠকে বসেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। উপস্থিত ছিলেন সেচ দপ্তরের কর্তারাও, সঙ্গে পুরসভার একাধিক আধিকারিক। বৈঠকে সিদ্ধান্ত হয়, সেচ দপ্তর ও পুরসভার যৌথ উদ্যোগে ওই অঞ্চল পরিদর্শন করা হবে। পুরসভার তরফে জানানো হয়, খাল কাটার প্রয়োজন রয়েছে। সেচ দপ্তরকেও সে ব্যাপারে প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে কাজ করে এই ড্রেন সিস্টেম?

পুরসভা (Kolkata Municipality) সূত্রে খবর, প্রিন্স আনোয়ার শাহ রোডের তলায় থাকা ভূগর্ভস্থ নিকাশি নালা যাদবপুর থানার সামনে একটি বক্স ড্রেনে গিয়ে মিশেছে। সেখান থেকে জল গাঙ্গুলিপুকুর সংলগ্ন বিবি ওয়ান ক্যানেল ধরে চৌবাগা পাম্পিং স্টেশনে পৌঁছয়। কয়েক মাস আগেই এই নিকাশি নালা সম্পূর্ণ পলিমুক্ত করা হয়েছিল। কিন্তু তবুও বৃষ্টি হলেই আশপাশের এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে।

নিকাশি বিভাগের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে দেখেছেন, প্রায় চার থেকে সাড়ে চার মিটার গভীর বিবি ওয়ান ক্যানেল প্রায় অর্ধেকটাই পলিতে ভর্তি। গাঙ্গুলিপুকুর থেকে চৌবাগা পাম্পিং স্টেশন পর্যন্ত প্রায় দু’মিটার উঁচু মাটি জমে রয়েছে। ফলে খালের জলস্তর ও ড্রেনের মুখ প্রায় সমান হয়ে গিয়েছে। এর জেরেই অতিরিক্ত জল ধারণ করতে পারছে না খাল। তারক সিং বলেন, “পুরসভার এবং সেচ দপ্তরের যৌথ পরিদর্শন শিগগিরই হবে। পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Kolkata Municipality holds joint meeting with Irrigation Department to tackle Road waterlogging

আরও পড়ুনঃ রাতের ট্রেনযাত্রা করবেন? জানুন কোন কোন নিয়ম না মানলে হতে পারে বিপদ

খাল কাটার দাবি ও নতুন লিফটিং স্টেশনের পরিকল্পনা

নিকাশি বিভাগের এক আধিকারিক জানান, বিবি ওয়ান ক্যানেলের পাশেই পুরসভা (Kolkata Municipality) একটি নতুন লিফটিং স্টেশন তৈরির পরিকল্পনা করেছে, যা পাম্পিং স্টেশনের মতো কাজ করবে। তবে শুধুমাত্র তাতে কাজ দেবে না। পুরো খালটি ভালোভাবে কেটে পলি সরানো দরকার। তা না হলে চৌবাগা পাম্পিং স্টেশনও কার্যকরভাবে জল টানতে পারছে না বলে জানান তিনি।