নয়া মাইলফলক! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ আট থেকে আশি রাজ্যের সকল নাগরিকের জন্যই কোনো না কোনো প্রকল্পের (Government Scheme) সুবিধা দিচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। এর মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী (Swasthya Sathi)। এই এই প্রকল্পের মুকুটে জুড়ল নয়া পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে এক কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।

এক কোটির মাইলফলক ছুঁল মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্যসাথী | Government Scheme

সোমবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে চলা এই প্রকল্পে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের এই প্রকল্পে চিকিৎসা খাতে ব্যয় হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। সেই হিসাবে, গড়ে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

পরিসংখ্যান বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গের ৮ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন। প্রসঙ্গত, রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মেলে। পাশাপাশি বহু বেসরকারি হাসপাতালেও ‘স্বাস্থ্যসাথী’-র দ্বারা চিকিৎসা সম্পন্ন হয়। এই প্রকল্পের মাধ্যমে ব্যয়বহুল অস্ত্রোপচারও বিনামূল্যে সম্পন্ন হচ্ছে।

আরও পড়ুন: কোচবিহার, শিলিগুড়ি থেকে বাঁকুড়া, ‘অযোগ্য’-শিক্ষাকর্মীদের তালিকায় কোন কোন তৃণমূল নেতার নাম?

সাধারণ মানুষের জন্য বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা সুবিধা করে দেয় রাজ্য সরকারের এই প্রকল্প। রাজ্যের সাধারণ মানুষকে মানসম্মত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। উল্লেখ্য নারী ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিটি পরিবারের কার্ড পরিবারের মহিলার নামে ইস্যু করা হয়।

আরও পড়ুন: বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি, কতদিন চলবে বর্ষণ? আবহাওয়ার আপডেট জানুন এক ক্লিকে

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘পশ্চিমবঙ্গের যে কোনও বাসিন্দা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন। যদি কেউ অন্য কোনও রাজ্যের কোনও প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখনও পর্যন্ত সাড়ে ৮ কোটি পশ্চিমবঙ্গবাসী এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সুবিধা পান।’