বাংলা হান্ট ডেস্কঃ শহর জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। মঙ্গলবার সকাল থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল, আর জেলার অনেক জায়গাতেই পারদ নেমেছিল ৩০ ডিগ্রির আশপাশে (Weather Update)।
আজ শহরের আবহাওয়া (Weather Update)
সপ্তাহের শুরু থেকেই সকালের দিকে হালকা শীতের অনুভূত হচ্ছে। মঙ্গলবারের পর বুধবারও একই পরিস্থিতি। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরঝিরে ঠান্ডা হাওয়া। সব মিলিয়ে বঙ্গে শীতের আগমনের বার্তা যেন আরও স্পষ্ট হচ্ছে (Weather Update)।
নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলে, মৎসজীবীদের জন্য সতর্কতা
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বাংলাদেশ উপকূলের দিকে সরছে। মায়ানমার-বাংলাদেশ উপকূলে সমুদ্র এখন উত্তাল। এই পরিস্থিতিতে ওই এলাকার মৎসজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে (Weather Update)।
দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন অঞ্চল, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীর এলাকাতেও জারি হয়েছে একই নিষেধাজ্ঞা। এই নিষেধ বুধবার পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বুধবার নিম্নচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূল অঞ্চলে অবস্থান করবে, তবে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই তা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমারে অবস্থান করবে বলে পূর্বাভাস।
শুক্রবার থেকে ফের বৃষ্টি ও উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা
আজ যদিও রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে (Weather Update)। শুক্রবার থেকেই ফের ভোল বদলাবে আকাশের। দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং প্রভৃতি পার্বত্য অঞ্চলে বর্ষার সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশা দেখা দিতে পারে। শুক্রবারের পরেই সেখানকার আবহাওয়াতেও পরিবর্তন আসবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ পলি জমে ‘ডুবে’ যাচ্ছে দক্ষিণ কলকাতা! জরুরি বৈঠক ডাকল পুরসভা
প্রসঙ্গত, আজ অর্থাৎ বুধবার সকালে শহরের আকাশ আংশিক মেঘলা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি পর্যন্ত। সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হলেও দুপুরের দিকে বাড়বে গরম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Update)।













