বুধে হুড়মুড়িয়ে কমল সোনার দাম! কবে ১ লাখের নিচে নামবে সোনা?

Published on:

Published on:

gold rate(2)

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যবিত্তের মুখে হাসি। ফের কমল সোনার দাম। গত কিছুদিন সোনার দাম সমানে ওঠা-নামা করছে। মঙ্গলবার সোনার দাম কিছুটা বাড়ার পর আজও কি সোনার দাম বাড়বে নাকি সেই নিয়ে চিন্তা ছিল। তবে তেমনটা হল না। বুধবার ৫ নভেম্বর সোনার দাম কমেছে। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ কত করে হল সোনার গ্রাম? (Gold Price) জেনে নিন।

বুধে স্বস্তি দিয়ে কমল সোনার দাম | Gold Price

কলকাতায় বুধবার ৫ নভেম্বর সোনার দাম ফের কমেছে। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম দাঁড়িয়েছে ১১৫৫০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে ৪৫ টাকা করে দাম কমেছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৫৫০০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার কমল ৪৫০ টাকা। ২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন খানিকটা কমেছে।

বুধবার ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম হয়েছে ১২১৫০ টাকা। প্রতি গ্রামে ৫০ টাকা দাম কমেছে একদিনে। আর এদিন ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ১২১৫০০ টাকা। এক দিনে এক ধাক্কায় ৫০০ টাকা কমেছে মূল্য।

gold rate(1)

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে উর্দ্ধমুখী ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে ফের এক লাখের নিচে নামবে তা জানা নেই কারোর।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। রবিবার এক গ্রাম খুচরো পাকা সোনার বাটের মূল্য রয়েছে ১২০৯০ টাকা। ১০ গ্রামের দাম রয়েছে ১২০৯০০ টাকা। মঙ্গলের থেকে ৫০০ টাকা দাম কমেছে।

Gold Price

আরও পড়ুন: নয়া মাইলফলক! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

দাম বৃদ্ধির দিকে সোনাকে টেক্কা দিচ্ছে রুপো। রুপোর চাহিদা সমানে বাড়ছে দিন দিন। রুপোর গয়নাও এখন ট্রেন্ডিং-এ। আজ বুধবার রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৪৭৮৫। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১৪৭৮৫০ টাকা। একদিনে দাম ৩৯০০ টাকা কমেছে। প্রতিদিন সোনা ও রুপোর সঠিক রেট জানতে চোখ রাখুন বাংলাহান্টে।