ভোটে লড়ার টাকা নেই! লোকসভা নির্বাচনের টিকিট পেয়েও সরে দাঁড়ালেন খোদ অর্থমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে অভিমানী হয়েছেন অনেকে। কেউ কেউ তো অভিমান থেকে দলবদল অবধি করেছেন! তবে ব্যতিক্রম দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বিজেপির তরফ থেকে তাঁকে টিকিট দেওয়ার কথা বলা হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে জানান, নির্বাচনে লড়ার জন্য তাঁর কাছে যথেষ্ট অর্থ নেই।

সম্প্রতি ‘টাইমস নাও সামিট ২০২৪’এ এই প্রসঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়ার প্রস্তাব দিয়েছিলেন। তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশ থেকে তাঁকে দাঁড়ানোর কথা বলা হয়। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ৭ থেকে ১০ দিন সময় নিয়ে দলকে ‘না’ বলে দেন নির্মলা।

বিজেপি নেত্রী বলেন, ‘৭ থেকে ১০ দিন মতো সময় নিয়েছিলাম। এরপর জানিয়ে দিলাম, ‘না’, (ভোটে) প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থ আমার কাছে নেই’। তবে শুধু টাকাই নয়, নির্বাচনে লড়ার একাধিক ‘সমস্যা’র কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী (Finance Minister)।

আরও পড়ুনঃ ED-র স্ক্যানারে কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ে! দায়ের হল মামলা, কী অভিযোগ তার বিরুদ্ধে?

নির্মলা বলেন, ‘তামিলনাড়ু হোক বা অন্ধ্রপ্রদেশ, আমি যেখান থেকেই দাঁড়াই না কেন, সেখানে নির্বাচনে জেতার বেশ কিছু মাপকাঠি আছে। প্রশ্ন হচ্ছে, আমি কি সেখানকার ধর্ম অথবা গোষ্ঠীর মানুষ। আমি বলব, না। আমার মনে হয় না আমি ওটা (নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা) করতে পারব’।

দলের তরফ থেকে দেওয়া লোকসভা নির্বাচনে লড়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও তাঁর সিদ্ধান্তকে সম্মান করা হয়েছে বলে জানান নির্মলা। দল তাঁর ভোটে না লড়ার যুক্তিগুলি মেনে নেওয়ায় তিনি ‘কৃতজ্ঞ’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এরপরেই নির্মলাকে জিজ্ঞেস করা হয়, তিনি দেশের অর্থমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও তাঁর কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ‘পর্যাপ্ত টাকা’ নেই? জবাবে বিজেপি নেত্রী বলেন, তাঁর বেতন এবং সঞ্চয় খুব বেশি নয়। পাশাপাশি এও জানান, দেশের অর্থ তাঁর ব্যক্তিগত অর্থ নয়।

nirmala sitharaman

লোকসভা নির্বাচনে না দাঁড়ালেও গেরুয়া শিবিরের একাধিক প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে দেখা যাবে অর্থমন্ত্রীকে। উল্লেখ্য, নির্মলা সীতারামন রাজ্যসভার সাংসদ। চব্বিশের লোকসভা ভোটে রাজ্যসভার একাধিক সাংসদকে টিকিট দিয়েছে বিজেপি। মনসুখ মাণ্ডবীয়, পীযূষ গয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াদের ভোট ময়দানে দেখা যাবে। নির্মলাকেও প্রস্তাব দিয়েছিল পদ্ম শিবির। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর