বাংলার মানুষকে ৩ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র! কারা পাবেন? ভোটের মুখে গ্যারান্টি মোদীর

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে বিরাট দাবি BJP-র। এতদিন ধরে ইডি হানায় উদ্ধার হওয়া প্রায় তিন হাজার কোটি টাকা এবার আম জনতার মধ্যে বিলিয়ে দেওয়ার কথা বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর সামনে আসতেই তোলপাড় বঙ্গ রাজনীতি।

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন সন্দেশখালির (Sandeshkhali) প্রার্থী রেখা পাত্রের পাশাপাশি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজমাতার সাথে বার্তালাপের সময়ই প্রধানমন্ত্রী নাকি জানিয়েছেন, ইতিপূর্বে বাংলা থেকে যে কালো টাকা উদ্ধার হয়েছে তা সাধারণ মানুষের। এবং এই দুর্নীতির টাকার সাধারণ মানুষের হাতেই ফিরিয়ে দেওয়া হবে।

সূত্রের খবর, এইদিন প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনের সময় ED-র দ্বারা বাজেয়াপ্ত হওয়া বিপুল অঙ্কের টাকার প্রসঙ্গ উত্থাপন করেন অমৃতা রায়। সেই সময়ই নাকি প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই টাকা গরিবের পরিশ্রমের টাকা। এই টাকা তাদের হাতেই ফিরিয়ে দেওয়া হবে‌। তিনি বলেন, ‘অমৃতাজি আমি আপনাকে একটা কথা বলি। আমি আইনি পরামর্শ নিচ্ছি। বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা গরিব মানুষের টাকা।’

আরও পড়ুন : আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগ, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে! কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?

এইদিন বার্তালাপের সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথেই এই টাকার একটা ব্যবস্থা করা হবে। আইনি পরামর্শ নিয়েই গোটা প্রক্রিয়া এগিয়ে চলবে জানিয়েছেন তিনি। যদিও বিরোধীরা এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেনা। এক দশক আগে সুইস ব্যাঙ্কের কালো টাকা প্রসঙ্গে বিজেপির করা দাবির কথা স্মরণ করাচ্ছে বিরোধীরা।

আরও পড়ুন : আচমকাই অসুস্থ সন্দেশখালির নির্যাতিতা রেখা পাত্র! হাসপাতালে ভর্তি বিজেপির প্রার্থী

image 20240328 105820 0000

যদিও গেরুয়া শিবির সেসবে কান দিতে নারাজ। আর প্রধানমন্ত্রীর এই দাবি বাস্তবায়িত হলে তা যে বিজেপির হাতের ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে সেকথা বলাই বাহুল্য। যদিও এই টাকা ঠিক কীভাবে সাধারণ মানুষের ঘরে ফিরে আসবে বা কারা এই টাকা পাবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা-ও এখনও স্পষ্ট করেনি গেরুয়া শিবির।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর