আচমকাই অসুস্থ সন্দেশখালির নির্যাতিতা রেখা পাত্র! হাসপাতালে ভর্তি বিজেপির প্রার্থী

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে কথা বলার পরই নির্বাচনী প্রচারে নেমেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। প্রচারের প্রথম দিনই তার নিজের এলাকা সন্দেশখালিতে (Sandeshkhali)যাওয়ার কথা ছিল। রুটিন মাফিক গিয়েও ছিলেন তিনি। তবে বেলা বাড়ার সাথে সাথেই শরীর সাথ ছেড়ে দেয়, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। সূত্রের খবর, এইমুহুর্তে তার চিকিৎসা চলছে।

বঙ্গে শাসকদলকে নাস্তানাবুদ করতে বিজেপি যে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করবে, তা বেশ স্পষ্ট ছিল। বসিরহাট থেকে প্রতিবাদী নারী রেখার নাম ঘোষণা হতেই তাকে মাস্টারস্ট্রোক বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার কলকাতায় বৈঠক সারার পর বুধবার তিনি পৌঁছে যান সন্দেশখালিতে। স্থানীয় কালী মন্দিরে পুজো দেওয়ার পর শুরু হয় প্রচারকাজ।

   

বুধবার রাতে সন্দেশখালিতে একটি জনসভারও পরিকল্পনা ছিল। বুধবার রাতে সেখানেই গেছিলেন তিনি। সভায় গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। শারিরীক অবস্থার অবনতি হতেই তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর এইএমসে। রেখা পাত্রের পরিবার সূত্রে জানা গেছে, মূলত ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন : এই মহারথীকে বাদ দিয়েই দ্বিতীয় ম্যাচ খেলবে KKR, থাকছে বড় চমক! জানুন বিস্তারিত

তারপর থেকেই প্রশ্ন উঠছে, এমন আবহে তিনি কি বৃহস্পতিবারের প্রচারে নামতে পারবেন? প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতেই রেখাকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তিনি বলেন, ‘বাংলার নারীশক্তি জেগে উঠছে। বাংলার নারীশক্তি আমাদের আর্শীবাদ করছে।’ পাশাপাশি রেখার প্রশংসা করে তিনি বলেন, ‘সন্দেশখালিতে বড় সাহসের কাজ করেছেন আপনি। আপনাদের পাশে আছি’।

আরও পড়ুন : আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগ, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে! কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?

large image rekha patra 2

যদিও এই গোটা ঘটনাকে সম্পূর্ণ নাটক বলে কটাক্ষ শানিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ। এইদিন তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে, সেটা রেকর্ড করিয়ে মার্কেটিং করছেন। অপেক্ষা করছিলাম, এতমাস ধরে মণিপুরের কোনও নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এল না, মিস্টার নরেন্দ্র মোদী? ও মোদীজী, সন্দেশখালির জন্য আপনার যে ফোন কল দেখলাম। আমরা আপনাকে সাহায্য করব। মণিপুরের নির্যাতিতাদের সঙ্গে যদি একটা ফোন কল বাজারে আসে, তাহলে ভালো হবে’।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর