বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার জোড়া মিছিল আটকাতে মঙ্গলবার হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার (State Government)। গতকাল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র বেঞ্চে মামলাটি উঠলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বিতীয় মিছিলটি অন্য দিনে করতে বলেন।
হাইকোর্টের নির্দেশে বুধের বদলে রবিতে মিছিল | Calcutta High Court
উল্লেখ্য, মঙ্গলবার বিরোধী দলনেতার একটি মিছিল ছিল উত্তর ২৪ পরগনার সোদপুরে। দ্বিতীয় মিছিলটি বুধবার পূর্ব বর্ধমানে হওয়ার কথা ছিল। তবে এতে আপত্তি জানায় রাজ্য। বুধবার গুরু নানকের জন্মদিন তাই ওই এলাকাগুলিতে মিছিল করা হলে প্রশাসনিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতে দাবি রাজ্যের।
দুই বিচারপতির বেঞ্চ দ্বিতীয় মিছিলটি অন্য দিনে করতে বলেন। রাজ্য বিজেপি তরফে আদালতে জানানো হয়, বুধবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে পারেন তারা। আগামী ৯ নভেম্বর (রবিবার) মিছিল করতে চাওয়ার আবেদন জানানো হলে হাইকোর্ট অনুমতি দেয়। রাজ্যের তরফেও এই প্রস্তাবে আপত্তি নেই বলে জানানো হয়।
উল্লেখ্য, গতকাল ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার আগেই হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ মতো সোদপুরে মিছিল শুরু হয়ে যায়। সোমবারই শুভেন্দু অধিকারীকে পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার সোদপুরে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। এর বিরুদ্ধেই হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।
সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে মিছিলের অনুমতি নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর আবহে জোড়া মিছিল করতে চেয়ে আবেদন জানান শুভেন্দু। তবে পুলিস সেই অনুমতি না দেওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপর মেলে হাইকোর্টের অনুমতি।

আরও পড়ুন: ২০০২ এর তালিকায় নাম থাকলে… SIR এর নথি জমা দেওয়া নিয়ে বড় আপডেট কমিশনের
একাধিক শর্ত চাপিয়ে শুভেন্দুর মিছিলের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবারের পাশাপাশি বুধবার পূর্ব বর্ধমানে মিছিলের অনুমতি দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ। তবে ডিভিশন বেঞ্চের নির্দেশ সেই দিন পরিবর্তন করা হয়।













