মাধ্যমিক অ্যাডমিটে ভুল ধরা পড়বে নবম শ্রেণিতেই, জানুন নতুন নিয়ম

Published on:

Published on:

WBBSE the mistake in the madhyamik admit card will be corrected in the ninth grade itself

বাংলা হান্ট ডেস্ক: এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর (WBBSE)। মাধ্যমিক পরীক্ষার আগেই নবম শ্রেণিতে আগেভাগে কোন যদি ভুল হয়ে থাকে তাহলে সেটি ঠিক করা যাবে। আর এমনটাই জানালো মধ্যশিক্ষা পর্ষদ। কারণ ভুল সংশোধন করতেই বহু সময় চলে যায়।  তাই আগেভাগে এই পদক্ষেপ গ্রহণ করল মধ্যশিক্ষা পর্ষদ।

এবার নবম শ্রেণিতেই ঠিক হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের ভুল (WBBSE)

মাধ্যমিক পরীক্ষার (WBBSE) আগে প্রতিবারই দেখা যায় বহু ছাত্র-ছাত্রী এডমিট কার্ডের ভুল আসে। আর যা সংশোধন করার জন্য একের পর এক আবেদনের জমা পড়ে। এবার সেই চাপ কমাতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের তথ্য এডিট অথবা সংশোধন করার সুযোগ দিচ্ছে। কিন্তু এর পরও ভুল থাকলে তার দায়  বর্তাবে  স্কুলগুলির ওপরে। এমনকি জরিমানা ও নিদান করা হয়েছে বলে জানানো হয় পর্ষদের তরফ থেকে।

 WBBSE the mistake in the madhyamik admit card will be corrected in the ninth grade itself

আরও পড়ুন: অফিস টাইমে ধাক্কা! কলকাতায় কমল মেট্রোর সংখ্যা, ভোগান্তিতে যাত্রীরা

তবে এবার নবম শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশনের নির্মূল করার জন্য স্কুলগুলোকে আরো বেশি সময় দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও কোন ভুল হয়ে থাকে তাহলে আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।

পাশাপাশি ১৫ নভেম্বরের পরে আর এই সংশোধনের সুযোগ মিলবে না। এর পরও যদি কোন ভুল থেকে থাকে তাহলে জরিমানা মূল্য দিয়ে তার সংশোধন করাতে হবে।

এছাড়া ২০২৫ সালে যারা নবম শ্রেণীতে পড়ছেন। অর্থাৎ 2017 সালে তারা মাধ্যমিক পরীক্ষা দেবেন। ইতিমধ্যে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর সেখানে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে পর্ষদ (WBBSE)।