আপনার বিমার টাকা কোথায় বিনিয়োগ করেছে LIC? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

LIC invest 60000 Crore in Adani Group Sparks Debate Amid Global Allegations

বাংলা হান্ট ডেস্কঃ এলআইসি বা জীবন বীমা নিগামের (LIC) সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত। ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই বীমা আমরা প্রায় সকলেই নিয়ে থাকি। কিন্তু এলআইসি আমাদের টাকাগুলো নিয়ে কি করে সেটা কি কখনও ভেবে দেখেছেন? সেই তথ্য জানাতেই আজকের এই প্রতিবেদন। এলআইসি আমাদের টাকা নিয়ে ঠিক কোন কোন খাতে বিনিয়োগ করে থাকে

কিছু দিন আগেই এক আমেরিকান সংবাদ সংস্থা অভিযোগ তুলেছিল যে, সরকারের প্রভাবের অধীনে এসে ভারতের জীবন বিমা নিগম বা এলআইসি (LIC) নাকি আদানি গ্রুপে বিপুল বিনিয়োগ করছে। কিন্তু সরকারি তথ্য বলছে, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। বরং, আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে একাধিক আমেরিকান বিনিয়োগ সংস্থারই অংশীদারিত্ব রয়েছে।

আদানি গোষ্ঠীতে এলআইসির (LIC) বিনিয়োগ কত?

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান বলছে, আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় এলআইসির (LIC) মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা, যা এলআইসির মোট বিনিয়োগের তুলনায় মাত্র ৪ শতাংশ। এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা আদানি গ্রুপের একাধিক কোম্পানিতে শেয়ার ধরে রেখেছে।

  • Adani Ports and Special Economic Zone: ৭.৭৩ শতাংশ অংশীদারিত্ব (আগে ছিল ৮.১৪%)
  • Adani Enterprises: ৪.১৬ শতাংশ
  • Adani Green Energy: ১.৩ শতাংশ
  • Adani Energy Solutions: ৩.৪২ শতাংশ
  • Adani Total Gas: ৬ শতাংশ
  • Ambuja Cements: ৭.৩১ শতাংশ
  • ACC Limited: ৯.৯৫ শতাংশ

কোথায় সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে এলআইসি?

ভারতের জীবন বিমা নিগমের (LIC) মোট ইক্যুইটি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে, যেখানে এলআইসির শেয়ার ৬.৯৪ শতাংশ, যা অর্থমূল্যে প্রায় ১.৩৮ লক্ষ কোটি টাকা। এর পরেই রয়েছে আইটিসি লিমিটেড, যেখানে এলআইসির বিনিয়োগ ৮২,৩৪২ কোটি টাকা, যা কোম্পানির ১৫.৮৬ শতাংশ অংশীদারিত্ব। তৃতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, সেখানে এলআইসির শেয়ার ৫.৪৫ শতাংশ, অর্থমূল্যে ৭২,৫০০ কোটি টাকা।

এ ছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-তে এলআইসির (LIC) অংশীদারিত্ব ৯.৫৯ শতাংশ, যা প্রায় ৬৮,০০০ কোটি টাকা। লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড (L&T) এবং ইনফোসিস, এই দুই শীর্ষ সংস্থাতেও এলআইসির বিনিয়োগ ৬০ হাজার কোটির বেশি।

LIC invest 60000 Crore in Adani Group Sparks Debate Amid Global Allegations

আরও পড়ুনঃ BLO একটি ‘ফুলটাইম জব’, SIR আবহে বড় ঘোষণা কমিশনের

সরকারি তথ্য অনুযায়ী, আদানি গোষ্ঠীতে এলআইসির (LIC) বিনিয়োগ মোট বিনিয়োগের এক ক্ষুদ্র অংশমাত্র। অথচ বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বারবার ইঙ্গিত করা হয়েছে রাজনৈতিক প্রভাব ও সরকারি নির্দেশে এই বিনিয়োগ হয়েছে। বাস্তবে এলআইসির সবচেয়ে বড় অংশীদারিত্ব রয়েছে ভারতের শীর্ষ কর্পোরেট সংস্থাগুলিতেই, যেমন রিলায়েন্স, আইটিসি, এসবিআই বা এইচডিএফসি ব্যাঙ্ক।অর্থনীতিবিদদের মতে, এই তথ্য প্রমাণ করছে যে এলআইসি তার বিনিয়োগের ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে।