বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ প্রায় শেষের দিকে। আর দু’মাস পর শুরু হচ্ছে নতুন বছর। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য আসছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় দপ্তরের (Department of Expenditure) তরফে পে কমিশন (Pay Commission) সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মাধ্যমে নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ যে সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে তা নিশ্চিত হয়ে গেল।
নয়া পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের জন্য সুখবর | Government Employees
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা রেজোলিউশনে বলা হয়েছে, নয়া পে কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। কমিশনের সদস্য ও কাজের পরিধিও চূড়ান্ত করা হয়েছে। এই আপডেট সামনে আসতেই খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, কমিশনের চেয়ারপার্সন হিসেবে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই দায়িত্ব পেয়েছেন। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
কমিশনের প্রধান কাজ হল সরকারি কর্মীদের বেতন, বোনাসের হার এবং গ্র্যাচুইটি ও অবসরকালীন সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলির সামগ্রিক পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ করা। উল্লেখ্য, ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে সরকারি কর্মীদের (Government Employees) অষ্টম বেতন কমিশন, এমনই ঘোষণা করেছিল কেন্দ্র সরকার।
সম্প্রতি কেন্দ্রের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিটি প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য না হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। কারণ কেন্দ্রীয় পে কমিশন লাগু হওয়ার পর রাজ্য সরকারগুলিও নিজস্ব পে কমিশন গঠন করে বা বেতন পরিকাঠামো সংশোধনের পথে হাঁটে।

আরও পড়ুন: বঙ্গের দোরগোড়ায় শীত! ২২ ডিগ্রিতে নামল পারদ, আজ থেকেই কি শুরু শীতের সফর?
কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সমস্ত রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা ও সহায়তা করার কথা বলা হয়েছে। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রভাব রাজ্যের কর্মীদের উপরে পড়ে কি না, সেই বিষয়ে নতুন করে চৰ্চা শুরু হয়েছে।













