নেই কোনও প্রতিপক্ষ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচলে ৬ আসনে একচেটিয়া জয় বিজেপির

বাংলা হান্ট ডেস্ক : অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিধানসভায় কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন পেমা খাণ্ডু (Pema Khandu)। একইরকমভাবে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথে বিজেপির আরও পাঁচ বিধায়ক। সূত্রের খবর, গতকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তবে গতকাল পর্যন্ত পেমার বিরুদ্ধে খাতা খোলার মত সাহস কেউই দেখায়নি।

যেহেতু পেমার বিরুদ্ধে কোনও প্রার্থী নিজেদের নাম সামনে আনেনি তাই তিনিই নির্বাচন জিতবেন একথা একপ্রকার নিশ্চিত। এখানে বলে রাখা ভালো, লোকসভা নির্বাচনের সাথে সাথেই আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা রয়েছে। অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের তারিখ ১৯ এপ্রিল ধার্য্য করা হলেও লোকসভা নির্বাচনের জন্য সেই তারিখ এগিয়ে ২ এপ্রিল করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনে অরুণাচল বিধানসভার ৬০টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ৪১টি আসন। তবে কিছু সময় পর এনপিপির ছ’জন এবং কংগ্রেসের তিন বিধায়ক বিজেপিতে যোগ দেন। এখানে উল্লেখ্য যে, আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে ৬০টি আসনের মধ্যে মোট ৬টিতে শুধুমাত্র বিজেপি প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছে।

আরও পড়ুন : সায়নীর দেওয়াল লিখন মোছার অভিযোগ, নাবালককে জুতোপেটা তৃণমূল নেতার

ani 1663347596263 1663347603351 1663347603351

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পেমা তার পুরনো কেন্দ্র তাওয়াং জেলার মুক্তো থেকেই প্রার্থী নির্বাচিত হয়েছেন। গত বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তবে এই সময়সীমার মধ্যে বিরোধী দলের কেউই মনোনয়নপত্র জমা দেয়নি। অর্থাৎ এই আসন থেকে ফের একবার জয় হাসিল করতে চলেছেন পেমা খান্ডু।

আরও পড়ুন : বাংলার মানুষকে ৩ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র! কারা পাবেন? ভোটের মুখে গ্যারান্টি মোদীর

এইদিন পেমা খাণ্ডু পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আমরা আশা করি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও কয়েকটি আসনেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর