বাংলা হান্ট ডেস্ক: ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ বাড়ছে। হাত-পায়ে টান ধরছে। নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দক্ষিণবঙ্গে পাকাপাকি শীত কি তবে চলেই এল? আবহাওয়া দপ্তর অবশ্য বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে। (Weather Update in West Bengal)
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, এরপর আগামীকালও বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায়। তারপর থেকে আর বৃষ্টি হবে না। মোটের উপর শুকনোই থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ও আগামীকাল বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত কলকাতায় (Kolkata Weather) বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। চলতি সপ্তাহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০- ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সামান্য তাপমাত্রা নামলেও শহরে গুমোট ভাব থাকছে দিনের বেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শীতপ্রেমীদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে।

আরও পড়ুন: ২০০২ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজ্যে ভোটার বৃদ্ধি হয়েছে ৬৭.২৮ শতাংশ, জানাল কমিশন
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত উত্তরের জেলাগুলিতে মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং কালিম্পঙ সহ উপরের দিকের জেলাগুলিতে বেশ কিছুটা রাতের তাপমাত্রা নেমেছে। হাওয়া অফিস বলছে, নভেম্বরের শেষে দিক থেকে ভালো শীত পড়তে পারে উত্তরে।













